• বিনোদন

একটা সময় আমি সারারাত মদপান করতাম: আমির খান

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ বলিউডে মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান তার অভিনয় নিয়ে সবসময় খুঁতখুঁতে। তার এ  স্বভাব বলি ইন্ডাস্ট্রির সবাই জানে। কিন্তু ব্যক্তিগত জীবনে একসময় মদে ডুবে থাকতেন অভিনেতা সে কথা অনেকেই জানে না। মদপানের সময় খেয়াল থাকত না কোনো দিকে, থাকত না পানের পরিসীমা। জীবনে নাকি মধ্যপন্থা নিতেই পারেন না তিনি। যেটাই করেন, চূড়ান্ত পর্যায়ে নিয়ে যান। মদপানের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল তার জীবনে । এবার সে কথাই তার ভক্ত-অনুরাগীদের জানালেন আমির খান।

আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা গেছে, নানা পাটেকারের সঙ্গে এক সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন আমির খান। সেখানেই মদপান নিয়ে কথা বলেছিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। আমির কি সময়ানুবর্তিতা মেনে চলেন? এমন প্রশ্নের উত্তরে আমির বলেছিলেন— হ্যাঁ, আমি সময় মেনে চলি। কাজের জায়গায় সঠিক সময়ে পৌঁছে যাই। পেশার ক্ষেত্রে আমি খুবই নিয়মানুবর্তিতা মেনে চলি। কিন্তু ব্যক্তিগত জীবনে আমি অলস। বেশ কিছু খারাপ অভ্যাস আছে। তিনি বলেন, আমি পাইপে ধূমপান করি। এখন আর আমি মদপান করি না। কিন্তু একটা সময় আমি খুবই মদপান করতাম। সেই সময় আমি সারারাত মদপান করতাম।

অভিনেতা বলেন, সমস্যাটা হলো— আমি যে কাজটা করি, সেটা অনবরত করতেই থাকি। মধ্যপন্থা বলে কিছু নেই আমার অভিধানে। তবে এটা মোটেই ভালো অভ্যাস নয়। সেটা আমি বুঝে গেছি। 

তবে ছবি নির্মাণ কিংবা অভিনয়ের ক্ষেত্রে তার কোনো সমস্যা হয় কিনা সে প্রসঙ্গে আমির বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি— বছরে একটাই ছবি করব। আমি একটা ছবি বানাতেই তিন বছর কাটিয়ে দেব।

উল্লেখ্য, আমিরকে শেষ দেখা গেছে ‘লাল সিংহ চড্ডা’ ছবিতে। বর্তমানে তিনি ‘সিতারে জমিন পর’ ছবি নিয়ে ব্যস্ত।

মন্তব্য (০)





image

ক্যামেরা বা শুটিং সম্পর্কে কোনো ধারণাই ছিল নাঃ অনন্যা পান্ডে

বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছ...

image

বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ড পেলেন এনায়েত উল্ল্যাহ

বিনোদন ডেস্কঃ ১২তম বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ডে-২০২৪’ উপলক্ষে শ্রেষ...

image

আইকনিক ফটোগ্রাফার সুমন

বিনোদন ডেস্ক: দেশের অন্যতম ফ্যাশন ফটোগ্রাফার সুমন হোসেন। ফ্যাশন ও মডেলিং ইন্ড...

image

যাত্রা শুরু করলো এলার্ট বাংলাদেশ

বিনোদন ডেস্ক: নতুন বছরে নতুন প্রত্যয়ে আত্মপ্রকাশ করেছে বিনোদন ভিত্তিক কনটেন্...

image

থার্টি ফার্স্ট নাইটে ‘নিউ ওয়েভ ঢাকা’ সঞ্চালনায় আর্শিয়া

বিনোদন ডেস্ক: এ প্রজন্মের উপস্থাপিকা আর্শিয়া আলম। টেলিভিশনের পরিচিত মুখ তিনি।...

  • company_logo