ছবিঃ সিএনআই
আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের আরও দুটি গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া। বুধবার এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে যে, মস্কোর সেনাবাহিনী আরও সামনে অগ্রসর হয়েছে এবং পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের দুটি নতুন বসতি দখল করেছে তারা। খবর এএফপির।
প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়মিত ব্রিফিংয়ে জানিয়েছে যে, রুশ বাহিনী স্টারি টার্নি এবং ট্রুডোভকে মুক্ত করেছে। এই দুই শহর শিল্প নগরী কুরাখোভের কাছে অবস্থিত যা অনেকদিন ধরেই দখল করতে চাইছে রাশিয়া।
এর আগে রাশিয়ার রাজধানী মস্কোতে দেশটির পারমাণবিক সুরক্ষা বাহিনীর দায়িত্বে থাকা একজন রুশ জেনারেলকে হত্যা করা হয়। একটি বৈদ্যুতিক স্কুটারে লুকানো বোমা বিস্ফোরণ হয়ে মঙ্গলবার তিনি নিহত হন। রাশিয়ার তদন্ত কমিটি এ তথ্য জানিয়েছে।
লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলোভ নামের ওই রুশ জেনারেল দেশটির পারমাণবিক, জৈবিক এবং রাসায়নিক সুরক্ষা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি রিয়াজানস্কি প্রসপেক্টের একটি অ্যাপার্টমেন্ট ভবনের বাইরে নিহত হয়েছেন।
রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, রুশ ফেডারেশনের সশস্ত্র বাহিনীর বিকিরণ, রাসায়নিক ও জৈবিক সুরক্ষা বাহিনীর প্রধান ইগর কিরিলোভ এবং তার সহকারী বোমা হামলায় নিহত হয়েছেন।
রাশিয়ার তেজস্ক্রিয়, রাসায়নিক এবং জৈবিক প্রতিরক্ষা বাহিনী আরকেএইচবিজেড নামে পরিচিত। এদিকে লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলোভের হত্যাকাণ্ডকে নিজেদের সফলতা বলে দাবি করেছে ইউক্রেনের নিরাপত্তা বাহিনী। এমনকি ইউক্রেনের বিভিন্ন গণমাধ্যমেও বলা হয়েছে যে, দেশটির নিরাপত্তা বাহিনী ওই রুশ জেনারেলকে হত্যা করেছে।
আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের পাকতিকা প্রদেশে সন্ত্রাসী আস্তানা লক্ষ্...
আন্তর্জাতিক ডেস্কঃ যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার বিমানবন্দর, সেতু, সড়ক ও রেলপথ...
আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের কুরস্ক অঞ্চলে অনুপ্রবেশ করে রাশিয়ার পক্ষে ...
আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আরও ...
আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের দক্ষিণপূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশে...
মন্তব্য (০)