ফাইল ছবি
দিনাজপুর প্রতিনিধি: রপ্তানি বন্দের একদিন পরেই আজ বুধবার থেকে হিলি স্হল বন্দর দিয়ে ভারতীয় পন্য আমদানি শুরু হয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গ সরকার অনলাইনে স্লট বুকিং বন্ধ করে দেওয়ার কারনে হিলি স্থলবন্দর দিয়ে গত দুইদিন থেকে পেঁয়াজ এবং আলু আমদানি বন্ধ ছিলো। ওই কারনে ২৬ নভেম্বর মঙ্গলবার দুপুর ১২টার পর থেকে সকল প্রকার পণ্য রপ্তানী বন্ধ করে দিয়েছিল ভারতীয় রপ্তানিকারক ব্যবসায়ীরা। তবে আজ ২৭ নভেম্বর বধুবার অনলাইনে স্লট বুকিং আবারে চালু করায় সকাল সাড়ে ১১টায় পেঁয়াজ বোঝাই ৫টি ট্রাক বালাদেশি হিলি স্হরবন্দরে প্রবেশ করেছে। এর মধ্য দিয়ে আবারো হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানির কার্যক্রম স্বাভাবিক অবস্হায় ফিরলো। তবে এ রিপোর্ট পর্যন্ত পেঁয়াজ বাহি ট্রাক প্রবেশ করলেও আলু আমদানি ছিলনা।
বিষয়টি নিশ্চিত করে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানীকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেছেন, ভারত থেকে অনলাইনে স্লট বুকিং বন্ধ থাকার কারনে একদিন পেঁয়াজ, আলু রপ্তানী করতে পারেনি ভারতীয় ব্যবসায়ীরা। এতে লোকসান গুনতে হয়েছে ভারতীয় ব্যবসায়ীদের। লোকসানের কারনে তারা সকল পণ্য রপ্তানী বন্ধ রেখেছিল। গেল রাতে তারা সমস্যার সমাধান করতে পারায় আজ বুধবার ২৭ নভেম্বর সকাল থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। তবে এখনো আলু আমদানি করা যায়নি। সব সমস্যা কাটিয়ে দ্রুত সব ধরনের পণ্য ভারত থেকে আমদানি হবে বলে আশা করছেন তারা।
হিলি কাস্টমেসর তথ্য মতে, চলতি সপ্তাহে ভারত থেকে ৫৫ ট্রাকে ২ হাজার ২০০ মেট্রিক টন চাল, ১৬৬ ট্রাকে ৪ হাজার ৭০০ মেট্রিক টন আলু এবং ৪৫ ট্রাকে ১ হাজার ৩০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।
এদিকে ভারত থেকে আমদানি বন্ধের অজুহাতে চাল, পেঁয়াজ ও আলুর দাম বাড়িয়ে তোলার ফাঁয়দা রুটেছে সুযোগ সন্ধ্যানী ব্যবসায়ীরা। দুই দিনের ব্যবধানে বেড়েছে জিরাশাইল ও সম্পাকাটারী চালের দাম। জিরাশাইল কেজি প্রতি ২ টাকা বেড়ে ৭০ টাকায় এবং সম্পাকাটারী ২ টাকা বেড়েছে ৬৮ থেকে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। সেই সাথে বেড়েছে ভারতীয় পেঁয়াজ ও আলুর দাম। পেঁয়াজ কেজি প্রতি ৫ টাকা বেড়ে ৮০ টাকা এবং ভারতীয় আলু কেজি প্রতি ১২ টাকা বেড়ে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে আমদানি পণ্য বাজারে গেলে দাম।কিছুটা কমে আসবে বলে আশা করছেন অসংশ্লিষ্টরা।
দিনাজপুর প্রতিনিধি: খ্রীস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিনে...
বেনাপোল প্রতিনিধি : খৃষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষ...
অর্থনীতি ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দেশের প্রধান ...
অর্থনীতি ডেস্ক: দেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো পাকিস্তান থেকে সরাসরি চট্টগ্রা...
অর্থনীতি ডেস্কঃ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দেশের প্রধান...
মন্তব্য (০)