প্রতীকী ছবি
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নদী বিচ্ছিন্ন নারায়ণপুর ইউনিয়নে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে আপন ভাই-বোনসহ চার শিশু নিখোঁজ রয়েছে। নিখোঁজ চার শিশু ওই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাঘমারা গ্রামের আলম মিয়ার ছেলে জুয়েল মিয়া (৭), অষ্টাশির চর গ্রামের নজরুল ইসলামের ছেলে নাজমুল হোসেন (৭), আহাদ আলীর দুই সন্তান আখি খাতুন (৯) এবং আতিক হোসেন (৭)। নিখোঁজ চার শিশু স্থানীয় ডা: মনির উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
এ ঘটনায় বৃহস্পতিবার সকালে জুয়েল মিয়া (৭) ও আতিক হোসেন (৭) নামের দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
গত বুধবার দুপুরে স্কুল ছুটির পর পাচঁজন মিলে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপত্র নদে গোসল করতে নামে। এদের মধ্যে একজন পারে উঠতে পারলেও অপর চারজন স্রোতের টানে ডুবে যায়। খবর পেয়ে গ্রামের সবাই মিলে তাদের খোঁজখবর করেও পাওয়া যায়নি। রাত হয়ে যাওয়ায় উদ্ধার কার্যক্রম বন্ধ রাখা হয়।
বৃহস্পতিবার(১২ সেপ্টেম্বর) সকালে নারায়ণপুর ইউনিয়নের ভগবতীপুর এলাকায় আতিক নামে শিশুটির মরদেহ ভেসে উঠে। অপরদিকে ব্রহ্মপুত্রের চিলমারী উপজেলার কাঁচকোল কালিরকুড়া এলাকা থেকে সকাল ৯টায় জুয়েল মিয়া নামে আরেক শিশুর মরদেহ ভেসে উঠে। এ নিয়ে নিখোঁজের ১ দিন পর ৪ জন শিশুর মধ্যে ২ জনের মরদেহ উদ্ধার করা হয়।
নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
দোহার প্রতিনিধিঃ ঢাকার দোহারে পানিতে ডুবে মো. জুবায়ের নামে ২ বছরের ...
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর সদর উপজেলায় সদ্যপ্রসূত এক নবজাতককে জিম্মি করে অর্থ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে বসতবাড়িতে লাগা আগুনে দগ্ধ হয়ে মিরাজ (৭) ...
গোপালপুর প্রতিনিধি: আন্তর্জাতিক দাতা সংস্থা হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশ...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে নিখোঁজের কয়েকঘন্টা পর শনিবার (১৪ ডিসেম্বর) দ...
মন্তব্য (০)