ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে নিখোঁজের কয়েকঘন্টা পর শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টায় এক শিশুকন্যার মৃতদেহ উদ্ধার করেছে চাটমোহর থানা পুলিশ।
নিহত শিশুকন্যা উপজেলার গুনাইগাছা ইউনিয়নের চর মথুরাপুর গ্রামের আলাল হোসেনের মেয়ে কল্পনা খাতুন (৯)। সে চড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় র্শ্রেনীর ছাত্রী ছিল।
শনিবার (১৪ ডিসেম্বর) সকালে একই ইউনিয়নের পৈলানপুর মাঠের মধ্যে একটি লিচুবাগানে অর্ধউলঙ্গ অবস্থায় মেয়েটির মৃতদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। ধারনা করা হচ্ছে ধর্ষনের পর শিশুটিকে হত্যা করা হয়েছে।
নিহতের স্বজনের জানান, কল্পনা শুক্রবার সন্ধ্যার পর বাড়ির পাশে দহপাড়ায় ইসলামী জালছায় যায়। কিন্তু রাতে আর বাড়িতে ফিরে আসেনি। সকালে একটি লিচু বাগানে মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী চাটমোহর থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার আরজুমা আকতার সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার আরজুমা আকতার
বিষয়টি নিশ্চিত করে জানান, এখনই বিস্তারিত বলা যাচ্ছেনা। প্রাথমিক কাজ চলছে, পরে জানাতে পারবো।
গাজীপুর প্রতিনিধি: কাপাসিয়ায় নিখোঁজের একদিন পর সাফাত (৬) নামের এক শিশুর...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে প্রথম শ্রেণীর শিক্ষার্থী এক শিশুকন্যাকে...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় মাটি বহনকারী ট্রলির চাপায় সো...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার বলদিয়া ইউনিয়...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে অটোরিকশার চাপায় আরশি আক্তার(৩) নামের...
মন্তব্য (১)
দুঃখজনক
দুঃখজনক এই নর পিশাচের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।