
ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তাসমিয়া আক্তার-(৩) তারা নূর-(৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ১১ টায় উপজেলার কুন্ডা ইউনিয়নের কুন্ডা গ্রামে এই ঘটনা ঘটে। মৃতরা হলেন, আপন খালাতো বোন। এ ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে।
মৃত তাছমিয়া আক্তার কুন্ডা গ্রামের মোঃ মাফিকুল মিয়ার মেয়ে এবং তারা নূর উপজেলার চাতলপাড় ইউনিয়নের ধানতুলিয়া গ্রামের দেলোয়ারের মেয়ে। সে তার খালার বাড়ি কুন্ডা গ্রামে বেড়াতে এসেছিলো।
পরিবারের সদস্য ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, শুক্রবার সকাল ১১ টার দিকে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলা করছিলো দুই শিশু। তাছমিয়ার মা পুকুরপাড়ের পাশেই গৃহস্থালি কাজে ব্যস্ত ছিলো। কিছুক্ষণ পর দুজনকে দেখতে না পেয়ে বাড়ির আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। আশপাশে না পেয়ে স্থানীয়দের সহযোগীতায় মাইকে তাদের নিখোঁজের বিষয়টি জানানো হয়।
এর কিছুক্ষণ পর এক ব্যক্তি পুকুরে কিছু একটা ভাসতে দেখে এগিয়ে গিয়ে দুই শিশুর নিথর লাশ উদ্ধার করে।
স্থানীয়রা তাদের কে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।
এ ব্যাপারে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ সাইফুল ইসলাম বলেন, বর্ষাকালে এ ধরণের দুর্ঘটনার আশঙ্কা বাড়ে। শিশুদের প্রতি অভিভাবকদের অতিরিক্ত নজরদারি বাড়ানো উচিত বলে আমি মনে করি।
পাবনা প্রতিনিধিঃ আল্লাহ্, আমার রোগ সারিয়ে দাও। আমি কষ্ট পাচ্ছি। আমি বাঁচতে চা...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে দুই মাথা নিয়ে এক নবজাতক শিশু জন্মগ্রহণ করেছে। মঙ্গল...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে রাস্তার পাশ থেকে মাথা থেঁতলানো অবস্থায় ...
পাবনা প্রতিনিধিঃ ছয় মাস আগে অপহরণ করা হয় ৬ বছরের শিশু সোয়াইব হোসেনকে। এরপর তা...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানার পার্শ্ববর্তী বড়াইগ্রামের সাত বছর ব...
মন্তব্য (০)