• শিশু সংবাদ

ঈশ্বরগঞ্জে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

  • শিশু সংবাদ

ছবিঃ সিএনআই

 ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সমাজসেবা অধিদপ্তর কর্তৃক আয়োজিত উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বিভিন্ন সরকারি, বেসরকারি সংস্থা, স্কুল শিক্ষকমণ্ডলী, সমাজকর্মী, এবং শিশু সুরক্ষা বিষয়ক বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ এরশাদুল আহমেদ এঁর সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা অফিসার হাসান কিবরিয়ার সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ময়মনসিংহ বিভাগীয় সমাজসেবা পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক  রাজু আহমেদ।

মূল প্রবন্ধ উপস্থাপক ময়মনসিংহ বিভাগীয় সমাজসেবা পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, শিশু সুরক্ষা আইন এবং এর বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কঠোর পদক্ষেপ নেয়, তবে শিশুদের প্রতি সহিংসতা ও শোষণ অনেকটাই কমে যাবে।

এছাড়াও, সেমিনারে অংশগ্রহণকারীরা শিশু সুরক্ষায় শিশুদের নিরাপত্তা বিষয়ে তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। তারা জানান, বর্তমান সমাজে শিশুরা নানা ধরনের বিপদ ও সমস্যার সম্মুখীন হচ্ছে, যার মধ্যে অন্যতম হল শারীরিক নিপীড়ন, মানসিক চাপ, এবং শিক্ষা অধিকার থেকে বঞ্চিত হওয়া। 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ এরশাদুল আহমেদ সেমিনারের সভাপতির বক্তব্যে বলেন, শিশুদের সুরক্ষা আমাদের সকলের দায়িত্ব। সমাজের প্রতিটি স্তরের মানুষকে শিশুদের অধিকার রক্ষা, তাদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং তাদের সুরক্ষায় সচেতন হতে হবে। তিনি বলেন, শিশুদের ভবিষ্যৎ গড়তে আমাদের একসাথে কাজ করতে হবে।

সেমিনারের শেষে উপস্থিত সকলেই একযোগে শিশুদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সমাজে শিশু সুরক্ষা নিয়ে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রতি গুরুত্ব আরোপ করেন।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সদরপুরে রাস্তা পার হওয়ার সময় ইজিবাইকের চাপায় ...

 ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সদরপুর উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইকে...

image

উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধিঃ ‎কুড়িগ্রামের উলিপুরে পুকুরের পানিতে পরে সামিরা আক্তা...

image

চাটমোহরে ক্যান্সারে আক্রান্ত শিশু ইয়াফির চিকিৎসায় রাষ্ট্র...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার প্রত্যন্ত বালুদিয়ার গ্রামে ক্যান...

image

উলিপুরে ঈদ আনন্দে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর...

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ঈদ আনন্দে মায়ের সাথে নানাবাড়িতে বেড়া...

image

সোনারগাঁয়ে পুকুর থেকে বল আনতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর ...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুকুরের পানিতে ডুবে হাবিবু...

  • company_logo