ফাইল ছবি
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজিবপুরে কোদালকাটি ইউনিয়নের দুলাল মোড় এলাকার আব্দুল আলীমের ছেলে দেলোয়ার হোসেন (২) ও নুরুন্নবীর ছেলে কামরুল হাসান (২) নামের দুই শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। দেলোয়ার ও কামরুল সম্পর্কে আপন চাচাতো ভাই।
সোমবার (১৯ আগস্ট) বিকেল ৫টার দিকে বাড়ির পশ্চিম পার্শ্বে রাস্তায় খেলতে খেলতে পুকুরের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি একপর্যায়ে নিহত দুই শিশুর চাচা পুকুরে দুই জনের মৃত দেহ ভাসতে দেখেন।পরে স্থানীয়রা উদ্ধার করে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে। কর্তব্যরত চিকিৎসক শিশু দু’টিকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, আমাদের এলাকার একই পরিবারের দুই চাচাতো ভাই খেলতে গিয়ে পানিতে পড়ে মারা গেছে। এই ঘটনায় আমরা এলাকাবাসী শোকাত মর্মাহত। আমরা তাদের রুহের মাগফেরাত কামনা করছি।
গাজীপুর প্রতিনিধি: কাপাসিয়ায় নিখোঁজের একদিন পর সাফাত (৬) নামের এক শিশুর...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে প্রথম শ্রেণীর শিক্ষার্থী এক শিশুকন্যাকে...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় মাটি বহনকারী ট্রলির চাপায় সো...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার বলদিয়া ইউনিয়...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে অটোরিকশার চাপায় আরশি আক্তার(৩) নামের...
মন্তব্য (০)