প্রতীকী ছবি
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলায় বিস্কুট কিনে বাড়ি ফেরার পথে অটোভ্যানের ধাক্কায় রিতা খাতুন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৪ আগস্ট) বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের কৃষ্টপুর এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত রিতা ওই গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে।
স্থানীয় বাসিন্দারা জানান, বিকেলে মায়ের কাছে বিস্কুট খাওয়ার বায়না ধরে রিতা। মা টাকা দিলে সে বাড়ির অদূরেই বাজারের একটি দোকান থেকে বিস্কুট কিনে ফিরছিল। পথে ব্যাটারিচালিত দ্রুতগতির একটি অটোভ্যান ধাক্কা দিলে মাথা, মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আহত হয় রিতা।
তাকে উদ্ধার করে স্বজনরা দ্রুত চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পর ভ্যান নিয়ে পালিয়ে যায় চালক। ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
দোহার প্রতিনিধিঃ ঢাকার দোহারে পানিতে ডুবে মো. জুবায়ের নামে ২ বছরের ...
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর সদর উপজেলায় সদ্যপ্রসূত এক নবজাতককে জিম্মি করে অর্থ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে বসতবাড়িতে লাগা আগুনে দগ্ধ হয়ে মিরাজ (৭) ...
গোপালপুর প্রতিনিধি: আন্তর্জাতিক দাতা সংস্থা হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশ...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে নিখোঁজের কয়েকঘন্টা পর শনিবার (১৪ ডিসেম্বর) দ...
মন্তব্য (০)