ছবিঃ সংগৃহীত
পঞ্চগড় প্রতিনিধিঃ হঠাৎ করে বয়ে আসা ঝড়ো বাতাসের কারণে গাছের ডাল ভেঙে মাথায় পড়ে তুহিন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার ১ আগস্ট বিকেলে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের জয়গুণজোত গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত শিশু তুহিন একই গ্রামের জনি ইসলামের ছেলে। সে জয়গুণজোত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ শ্রেণীর শিক্ষার্থী।
জানা যায়, ঝড়ো বাতাস হওয়ার আগে শিশুটি বাড়ির বাইরে ছিল। বিকেলে হঠাৎ করে ঝড়ো বাতাস শুরু হলে। এসময় সে দৌড়ে বাড়িতে যাওয়ার চেষ্টা করলে বাড়ির বাইরে থাকা একটি গাছ থেকে ডাল ভেঙে তার মাথায় উপর পড়ে। দেখতে পেয়ে দ্রুত স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। দেবনগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলেমান আলী ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
দোহার প্রতিনিধিঃ ঢাকার দোহারে পানিতে ডুবে মো. জুবায়ের নামে ২ বছরের ...
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর সদর উপজেলায় সদ্যপ্রসূত এক নবজাতককে জিম্মি করে অর্থ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে বসতবাড়িতে লাগা আগুনে দগ্ধ হয়ে মিরাজ (৭) ...
গোপালপুর প্রতিনিধি: আন্তর্জাতিক দাতা সংস্থা হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশ...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে নিখোঁজের কয়েকঘন্টা পর শনিবার (১৪ ডিসেম্বর) দ...
মন্তব্য (০)