• কূটনৈতিক সংবাদ

বাংলাদেশ সফরে আসার আগে রাষ্ট্রদূতের সঙ্গে উজরা জেয়ার বৈঠক

  • কূটনৈতিক সংবাদ
  • ০৭ জুলাই, ২০২৩ ১৪:২৪:০২

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলাদেশ সফর সামনে রেখে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নাগরিক নিরাপত্তা, মানবাধিকার ও গণতন্ত্রবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহম্মদ ইমরানের সঙ্গে বৈঠক করেছেন।

শুক্রবার (৭ জুলাই) টুইটারে উজরা জেয়া বৈঠকের বিষয়ে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের  রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরানের সঙ্গে  গণতন্ত্র, মানবাধিকার, ন্যায্য শ্রম অনুশীলন এবং মানবিক সহযোগিতার লক্ষ্যে ফলপ্রসূ  আলোচনা হয়েছে।

 আমি আমাদের শক্তিশালী অংশীদারিত্ব আরও গভীর করার জন্য উন্মুখ।

আগামী ১১- ১৪ জুলাই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নাগরিক নিরাপত্তা, মানবাধিকার ও গণতন্ত্রবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া ঢাকা সফর করবেন। তার সফরসঙ্গী হিসেবে সঙ্গে থাকছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এবং ইউএসএইডের এশিয়া ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রের অঞ্জলি কৌর।

মন্তব্য ( ০)





  • company_logo