• অপরাধ ও দুর্নীতি

কালীগঞ্জে ৫ মামলায় পাঁচ জনের কারাদন্ড

  • অপরাধ ও দুর্নীতি
  • ০৪ মে, ২০২৪ ২১:১৩:৩৬

প্রতীকী ছবি

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ৫টি মামলায় ৫ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।শনিবার (৪ মে) সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস.এম ইমাম রাজী টুলু পরিচালিত ভ্রাম্যমান এ দন্ডাদেশ প্রদান করেন।

ভ্রাম্যমান আদালতের বিচারক এস.এম ইমাম রাজী টুলু বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জামালপুর, কাপাইস ও বড়হরা এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এ সময় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারা লংঘনের দায়ে ৫ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।

এ সময় বেঞ্চ সহকারী মো. আলামিন ভূঁইয়া, থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য ( ০)





  • company_logo