নিউজ ডেস্ক : পিরোজপুর জেলাধীন মঠবাড়ীয়া উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করে ৭১ বিশিষ্ট নতুন কমিটি দিয়েছে দলটি। এতে মো. রুহুল আমীন দুলাল আহবায়ক ও অ্যাডভোকেট রফিকুল ইসলাম বাবুলকে সচিব করা হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মো. রুহুল আমীন দুলালকে আহবায়ক করে পিরোজপুর জেলাধীন মঠবাড়ীয়া উপজেলা বিএনপির ৭১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি কেন্দ্র কর্তৃক অনুমোদিত হয়েছে।
মঠবাড়ীয়া উপজেলা বিএনপি আহবায়ক কমিটি নিম্নরূপ-
০১. মো. রুহুল আমীন দুলাল আহবায়ক
০২. অ্যাড. রফিকুল ইসলাম বাবুল
০৩. মো. শামীম মিয়া মৃধা
০৪. কে. এম. হুমায়ুন কবীর
০৫. মো. মামুন বিল্লাহ
০৬. মো. ওয়াহিদুজ্জামান জাকির
০৭. আলহাজ¦ আবু বকর সিদ্দিক বাদল
০৮. মো. সালাউদ্দিন ফারুক
০৯. আলহাজ্ব হাবিবুর রহমান আকন
১০. আবুল কালাম আজাদ সাবু
১১. মো. গোলাম মোস্তফা
১২. নিজামুল কবির মিরাজ
১৩. শোয়েব শামস্ শওকত
১৪. মো. মনিরুজ্জামান ছোট্ট
১৫. আলহাজ¦ হারুন অর রশীদ ঘরামী
১৬. মো. অলিউজ্জামান রিপন
১৭. আ. ম. মাহাবুবুল ইসলাম
১৮. মো. জালাল উদ্দীন মৃধা
১৯. খলিলুর রহমান খোকন
২০. শওগাতুল ইসলাম সাগীর
২১. মো. ইসমাইল হোসেন আকন
২২. মো. ইসমাইল হোসেন হাওলাদার
২৩. তরিকুল ইসলাম মধু
২৪. মো. মাহাবুবুল ইসলাম নান্না
২৫. মো. শহিদুল ইসলাম বাবুল (ভিপি)
২৬. মো. নজরুল ইসলাম (সাবেক মেম্বার)
২৭. ডা. মো. শাহ আলম
২৮. মো. মিজানুর রহমান তালুকদার
২৯. মো. আলমগীর হোসেন খান
৩০. মো. শামীম আকন
৩১. মো. মনিরুল ইসলাম ফকির
৩২. মো. সাইদুল হক খোকন
৩৩. মো. শফিকুল ইসলাম হামিম মৃধা
৩৪. মো. কামরুল ইসলাম খোকন
৩৫. মো. মামুন মোরশেদ সরওয়ার
৩৬. মো. শহিদুল ইসলাম মৃধা
৩৭. খালিদ সাইফুল্লাহ আমিন
৩৮. আলহাজ¦ হারুন অর রশীদ
৩৯. এ আর মামুন খান
৪০. মো. আসলাম খান
৪১. মো. পান্না মিয়া (সাবেক মেম্বার)
৪২. মো. রেজাউর রহমান স্বপন
৪৩. মো. মামুন মিয়া
৪৪. মো. ফরিদ আহমদ খোকন জমাদ্দার
৪৫. মো. নজরুল ইসলাম পলাশ
৪৬. মো. মিজানুর রহমান শাহীন
৪৭. মীর মনির উদ্দীন সগীর
৪৮. অ্যাড. মশিউর রহমান স্বপন
৪৯. মো. আব্দুল লতিফ (মেম্বার)
৫০. মো. গোলাম ফারুক
৫১. মো. মাহাবুর রহমান
৫২. মো. নাছিরুল ইসলাম ডলার
৫৩. মো. নাছির উদ্দীন খান
৫৪. মো. মাহাবুবুর রহমান (মেম্বার)
৫৫. মো. কামাল মল্লিক
৫৬. মো. জাকির হোসেন মৃধা
৫৭. মো. শাহাবুদ্দীন আহমেদ দুলাল
৫৮. গোলাম সরোয়ার শাহীন
৫৯. মো. জাহাঙ্গীর হোসেন সেলিম জমাদ্দার
৬০. মো. শাহাদৎ হোসেন তালুকদার
৬১. আজিজুর রহমান হানিফ মোল্লা
৬২. নবী হোসেন পহলান
৬৩. আবুল বাশার মহুরী
৬৪. মো. জালাল মেম্বার
৬৫. মো. নাছির উদ্দীন মোক্তার
৬৬. ডা. রফিকুল ইসলাম
৬৭. অ্যাড. উম্মে সালমা সুমী
৬৮. মোছা. শিরিন আজাদ
৬৯. এলিজা মুন্নী
৭০. মোছা. হাসিনা বেগম
৭১. মোছা. নাজনীন খান
মন্তব্য (০)