ফাইল ছবি
নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের জনগণের প্রতি আমাদের আহ্বান থাকবে, আমরা ঐক্যবদ্ধ আছি একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে। আমরা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের তরুণরা ঐকবদ্ধ আছি। আজ (মঙ্গলবার, ১৬ ডিসেম্বর) বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে জাতির বীর সন্তানদের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, ‘আমরা মনে করি ৪৭ থেকে ৭১, ৭১ থেকে ২৪ যে ঐতিহাসিক লড়াই এ বঙ্গ জনপদের মানুষ করেছে, আমরা সে লড়াইকে ধারণ করে সামনের দিকের বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই। আজকের ১৬ ডিসেম্বর, বাংলাদেশের মানুষের প্রতি আমাদের বার্তা হলো, যারা পতিত শক্তি, ফ্যাসিস্ট শক্তি তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য নানা অপচেষ্টা চালাচ্ছে, নির্বাচনকে বানচালের চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশের মানুষ এখন চায় স্থিতিশীলতা, আইনশৃঙ্খলার স্বাভাবিক পরিবেশ।’
তিনি বলেন, ‘ওসমান হাদিকে যারা হত্যাচেষ্টা করেছে তাদের এখনো গ্রেপ্তার করতে পারেনি এ সরকার। আমাদের নিরাপত্তা নিজেরদেরই নিশ্চিত করতে হবে। ফলে জনগণের মধ্যে আমাদের সেই সংগঠন লাগবে। জনগণকে আমরা আবার আহ্বান জানাবো, ৫ আগস্টের পরবর্তী সময়ে আমাদের নিজেদের নিরাপত্তা আমরা নিজেরাই নিশ্চিত করেছিলাম, কোনো সরকার ছিল না, কোনো পুলিশ ছিল না। বাংলাদেশ সেই পরিস্থিতির দিকেই যাচ্ছে।’
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংস্কারের পক্ষে গণজোয়াড় তৈরি হবে বলেও জানান এনসিপির এ নেতা।
তিনি বলেন, ‘সামনের যে নির্বাচন, এ নির্বাচন হচ্ছে গণভোট। আগামী নির্বাচনে, গণভোটে সংস্কারের পক্ষে গণজোয়াড় তৈরি হবে, আমরা সে প্রত্যাশা রাখি। এনসিপির যারা পদপ্রার্থী রয়েছেন, তারা সংস্কারের পক্ষে, হ্যাঁ এর পক্ষে, শাপলা কলি নিয়ে জনগণের দরজায় যাবেন। আমরা সংস্কারের পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো। আমরা কখনোই আর বাংলাদেশকে ৫ আগস্টের পূর্ববর্তী জায়গায় ফিরে নেবো না।’
নিউজ ডেস্ক : সংস্কারের আন্দোলন থেকে এবার নির্বাচনি মাঠে সরব বাংলাদেশ জাম...
নিউজ ডেস্ক : সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা-৮ আসনের সম্ভাব্...
নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চ...
নিউজ ডেস্কঃ একাত্তরের স্বাধীনতার শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে ...
নিউজ ডেস্কঃ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষে নতুন রাজনীতি...

মন্তব্য (০)