• আন্তর্জাতিক

ট্রাম্প-মামদানি বৈঠক আজ, আলোচনা যা নিয়ে

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বসছেন নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। আজ শুক্রবার (২১ নভেম্বর) বৈঠকে বসবেন তারা। নির্বাচনে জেতার পর ট্রাম্পের সঙ্গে এটিই হবে তার প্রথম বৈঠক।

বৈঠকে জননিরাপত্তা, জীবনযাত্রার ব্যয় ও অর্থনৈতিক নিরাপত্তা নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন মামদানি। খবর বিবিসির

প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক নির্বাচনী তিক্ততার পরও নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার এই বৈঠকটি স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত হবে। মূলত নির্বাচনী প্রচারণার সময় দুজনই একে অপরকে কটাক্ষ করেছিলেন।

৩৪ বছর বয়সি মামদানি চলতি মাসের শুরুতে নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে নয় পয়েন্টের ব্যবধানে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমোকে পরাজিত করেন। নির্বাচনের আগে নিউইয়র্কের বাইরে তিনি খুব পরিচিত ছিলেন না, কিন্তু এখন তিনি জাতীয় পর্যায়ে পরিচিত হয়ে উঠেছেন।

এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘কমিউনিস্ট মেয়র’ হোয়াইট হাউসে বৈঠকের অনুরোধ করেছেন এবং ওভাল অফিসে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। 

পরে বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মামদানি জানান, বৈঠকে জননিরাপত্তা, জীবনযাত্রার ব্যয় ও অর্থনৈতিক নিরাপত্তা নিয়ে আলোচনা হবে।

মামদানি বলেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে পরিষ্কার জানিয়ে দেব— নিউইয়র্কবাসীর উপকারে আসবে এমন যেকোনো ইস্যুতে আমি তার সঙ্গে কাজ করব। আর কোনও এজেন্ডা নিউইয়র্কের ক্ষতি করলে, সেটাও প্রথমে আমিই বলব।’

মামদানির মুখপাত্র ডোরা পেকেক জানান, দায়িত্ব নিতে যাওয়া প্রশাসনের জন্য প্রেসিডেন্টের সঙ্গে এই ধরনের বৈঠক স্বাভাবিক প্রক্রিয়া।

 

মন্তব্য (০)





image

বাংলাদেশকে দেয়ার জন্য ১ লাখ টন চাল কিনছে পাকিস্তান সরকার

নিউজ ডেস্ক : ট্রেডিং করপোরেশন অব পাকিস্তান (টিসিপি) বাংলাদেশ...

image

৪৪ দিনে ৫০০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরাইল

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গ...

image

গত ২৪ ঘণ্টায় ৯০ বারের বেশি ভূমিকম্প

নিউজ ডেস্ক : বড় ভূমিকম্পের আগাম বার্তা দিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর...

image

টাইটানিকে থাকা যাত্রীর স্বর্ণের ঘড়ি বিক্রি হলো ২৮ কোটি টাকায়

নিউজ ডেস্ক : টাইটানিক দুর্ঘটনায় নিহত ধনী যাত্রীদের একজন ইসিডর স্ট্রাউসের...

image

‎ব্রাজিলে সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার, দেশজুড়ে মিশ্র প্রতি...

নিউজ ডেস্কঃ ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেইর বোলসোনারোর গ্রে...

  • company_logo