• সমগ্র বাংলা

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলা এক মাদক ব্যাবসয়ী আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মাদক বিরোধী অভিযানে ১২ বোতল ফেন্সিডিলসহ তাসলেমা (৩০) নামের এক মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ওসি দুরুল হোদার নির্দেশনায় এসআই আব্দুস সবুর ও তার সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার দিবাগত রাতে (৩ নভেম্বর) বড় পলাশবাড়ী ইউনিয়নের পারুয়া গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী মরহুম আক্তাবুল ইসলামের স্ত্রী তাসলেমার বাড়ীতে অভিযান চালিয়ে ১২ বোতল ফেন্সিডিল ও মাদক বেচার ১ লক্ষ ৯ হাজার টাকা উদ্ধারের পর মাদক ব্যবসায়ী তাসলেমাকে আটক করে।

পুলিশ জানান, আটককৃত মাদক ব্যবসায়ী তাসলেমা দির্ঘদিন ধরে সে জেলার বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করতো। তার বিষয়ে আমরা আগে থেকেই জানতাম। আমরা তাকে ধরার জন্য সুযোগ খুজছিলাম। রবিবার দিবাগত রাতে তার বাড়ীতে অভিযান চালিয়ে ১২ বোতল ফেন্সিডিল ও মাদক বেচার ১লক্ষ ৯ হাজার টাকাসহ মাদক ব্যবসায়ী তাসলেমাকে আটক করা হয়।

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা ১২ বোতল ফেন্সিডিল ও মাদক বেচার নগদ ১ লক্ষ ৯ হাজার টাকাসহ মহিলা মাদক ব্যবসায়ী তাসলেমাকে আটকের বিষয়টি নিশ্চিত করে  জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের করা হয়। আসামীকে জেল হাজতে পাঠানোর হয়েছে।

মন্তব্য (০)





  • company_logo