• লিড নিউজ
  • জাতীয়

বাংলাদেশকে অবশ্যই প্রশিক্ষিত ও দক্ষ কর্মী প্রস্তুত রাখতে হবে: প্রধান উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ইতালিতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের ফেরত পাঠানোর পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার। তবে একই সঙ্গে বৈধ প্রক্রিয়ায় নতুন করে বাংলাদেশি কর্মী নেওয়ার সুযোগও তৈরি হচ্ছে বলে মঙ্গলবার (১৪ অক্টোবর) জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।


‎রোমে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা এই তথ্য জানিয়ে বলেন, নতুন এই সুযোগ কাজে লাগানোর জন্য বাংলাদেশকে অবশ্যই দেশে প্রশিক্ষিত ও দক্ষ কর্মী প্রস্তুত রাখতে হবে।

‎সভায় জুলাই মাসের অভ্যুত্থানের পর দেশের অর্থনৈতিক অবস্থা প্রসঙ্গে ড. মুহাম্মদ ইউনূস বলেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ওপর ভর করেই অভ্যুত্থান-পরবর্তী সরকার টিকে ছিল এবং দেশের বিধ্বস্ত অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে।

‎তিনি জোর দিয়ে বলেন, তলানিতে থাকা অর্থনীতির জন্য এই রেমিট্যান্সই ছিল একমাত্র ভরসা। 

‎ইতালি সফরের তৃতীয় দিনে স্থানীয় সময় বিকেলে বাংলাদেশ দূতাবাস আয়োজিত প্রবাসী বাঙালিদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এই মন্তব্য করেন।

‎ড. ইউনূস উল্লেখ করেন, স্বৈরাচার সরকার দেশের অর্থনীতিকে একেবারে ধ্বংস করে পালিয়েছিল। তিনি দৃঢ়ভাবে জানান, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের কারণে সেই ভেঙে পড়া অর্থনীতি এখন ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাচ্ছে। রেমিট্যান্সের প্রবাহ না থাকলে সরকারের টিকে থাকা অত্যন্ত কঠিন হতো।

‎এসময় সরকার প্রধানকে কাছে পেয়ে প্রবাসী বাঙালিরা অনুষ্ঠানে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং নিজেদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। প্রবাসীরা বিশেষত ইতালিতে তাদের অভিবাসন সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য ড. ইউনূসের প্রতি সরাসরি আহ্বান জানান।

‎প্রধান উপদেষ্টা প্রবাসীদের অভিযোগ ও সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের আশ্বস্ত করেন। তিনি জানান, ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের অভিবাসন সমস্যা সমাধানের জন্য এরইমধ্যে ইতালি সরকারের সঙ্গে আলোচনা শুরু হয়েছে।

মন্তব্য (০)





image

‎জুলাই সনদ রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে: জাতীয় ঐকমত...

নিজস্ব প্রতিবেদকঃ বহুল আকাঙ্ক্ষিত 'জুলাই জাতীয় সনদ, ২০২৫...

image

‎পার্বত্য চট্টগ্রামে ডিসেম্বরে ই-লার্নিং স্কুল চালু হবে: ...

নিজস্ব প্রতিবেদকঃ চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই পার্বত্য চট্ট...

image

ইতালির রোম সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্কঃ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক...

image

রোহিঙ্গা সংকট ও স্কুল ফিডিং কর্মসূচি নিয়ে প্রধান উপদেষ্টা...

নিজস্ব প্রতিবেদকঃ বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) ভারপ্রা...

image

সমন্বিত প্রচেষ্টায় মানহীন পণ্য প্রতিরোধ করতে হবে

নিউজ ডেস্ক : বিএসটিআই, উৎপাদনকারী এবং ভোক্তা সবার সমন্বিত প্রচেষ্টায় মান...

  • company_logo