• গণমাধ্যম

সাংবাদিক ঐক্য ফোরামের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

  • গণমাধ্যম

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের উদ্যোগে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ও ইত্তেহাদুল মাদারিসিল কাওমিয়্যাহ শিক্ষাবোর্ডের বৃত্তি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর ২০২৫) বিকেলে গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে আল-মাদরাসাতু নূরুল উলুম মাদরাসার ৮ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়।

সংবর্ধিত শিক্ষার্থীরা হলেন, বিল্লাল হোসেন, বিল্লাল, ছাব্বির, রমজান আলী, মাহফুজ হোসেন, রায়হান, বায়জিদ হোসেন ও রেজাউল করিম। 

গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমীন পাপ্পা। তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের এই সাফল্য আমাদের গর্বিত করেছে। এমন আয়োজন শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাবে এবং তাদের ভবিষ্যতকে আরো আলোকিত করবে।

সাংবাদিক হলি সিয়াম শ্রাবণের সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সুনন্দা সরকার প্রমা, গৌরীপুর উপজেলা বিএনপির  সদস্য সচিব হাফেজ মো. আজিজুল হক, পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ, বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি গৌরীপুর উপজেলা শাখার সদস্য সচিব মো.দেলোয়ার হোসেন (ঈশাখাঁ) প্রমুখ।

উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন, গৌরীপুর মফস্বল সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি  রইছ উদ্দিন, সাংবাদিক কামাল উদ্দিন, আবদুল কাদির, শামীম খান, ঝিন্টু দেবনাথ, আব্দুর রউফ দুদু, হুমায়ুন কবির সুমন, মোখলেছুর রহমান, শামীম হোসেন আলভী, আল-ইমরান, শামীম আনোয়ার প্রমুখ।

এছাড়াও সাংবাদিক, শিক্ষক, সুধীজন ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘HEAT ATF Sub-Project Proposal Submi...

ময়মনসিংহ প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অ...

image

সংস্কৃতি মানুষের অন্তরকে আলোকিত করে: কাদের গনি চৌধুরী

নিউজ ডেস্ক : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী...

image

জামালপুরে ৭ বছর পর মামলায় খালাস পেলেন সাংবাদিক মাসুদ

জামালপুর প্রতিনিধি : জামালপুরে ৭ বছর পর মিথ্যা মামলায় খালাস ...

image

সরকারি আশেক মাহমুদ কলেজে সাংবাদিক সমিতি: সভাপতি নিহাল, সম...

জামালপুর প্রতিনিধি :  সরকারি আশেক মাহমুদ কলেজে গঠিত হলো সাংবাদিক সমিতির ...

image

মেলান্দহে সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলায় সদ্য যোগদান...

  • company_logo