
ছবিঃ সিএনআই
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে গভীর গজারী বন থেকে নিখোঁজের নয় ঘন্টা পর দ্বিতীয় শ্রেণির স্কুল ছাত্র হুজাইফার (৭) মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ।
শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার গোসিংগা ইউনিয়নের চাওবন গ্রামের গজারী বন থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত হুজাইফা(৭) উপজেলার গোসিংগা ইউনিয়নের চাওবন গ্রামের মো. হারুনুর রশিদের ছেলে। সে চাওবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল।
নিহতের বড় ভাই সানি বলেন, আমার ভাই সকালে বাড়ি থেকে বেড় হয়েছে। কিছু সময় পর থেকে তাকে খোঁজে পাওয়া যাচ্ছিলোনা। আমরা সাড়া দিন খোঁজেছি। বাড়ির লোকজন সারাদিন খোঁজেও সন্ধান করেতে পারেনি হুজাইফার।
পরে বিকেলে বনের ভেতর ভাইকে পড়ে থাকতে দেখি। কাছে গিয়ে দেখি আমার ভাই কথা বলেনা।
নিহতের বাবা হারুন আহাজারী করে বলেন, ওরা আমার ছয়টা গরু খাইছে, চারটা ছাগল খাইছে। কোন জায়গায় বিচার পাইনি। এখন আমার বাচ্চাটারে কাইড়া নিছে। আমারে কাইরা নিতো। আমি কই গেলে বিচার পামু।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনী ব্যবস্থা চলমান।
ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ পৌরসভা...
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি : মাদারীপু...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন...
ফরিদপুর প্রতিনিধিঃ পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদে অন্তর...
নওগাঁ প্রতিনিধি: “হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপা...
মন্তব্য (০)