• সমগ্র বাংলা

ফরিদপুর ডায়াবেটিক মেডিকেল কলেজে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : "বিপর্যয় কিংবা জরুরী অবস্থায় মানসিক স্বাস্থ্য সেবা যেন পাওয়া যায়" - এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুর ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ ও হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

সকাল ৯টা ৩০ মিনিটে ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালীটি সিভিল সার্জন এর কার্যালয় ঘুরে আবার ক্যাম্পাসে এসে শেষ হয়।

র‍্যালি শেষে কলেজ ভবনের তৃতীয় তলার হলরুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মনোয়ার আহমেদ তরফদার।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ডায়াবেটিক এসোসিয়েশনের সদস্য সচিব প্রফেসর শেখ আব্দুস সামাদ। বিশেষ অতিথি ছিলেন ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজের পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডাঃ দিপ্তী রানী সাহা।

আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (সাইকিয়াট্রি) ডাঃ মোঃ ফাহাদ বিন আলাউদ্দিন। তিনি শিক্ষার্থীদের জন্য মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ে আলোচনা করেন।

সভাপতির বক্তব্য ছাড়াও প্রধান অতিথি প্রফেসর শেখ আব্দুস সামাদ, বিশেষ অতিথি অধ্যাপক ডাঃ দিপ্তী রানী সাহা, প্রধান বক্তা ডাঃ মোঃ ফাহাদ বিন আলাউদ্দিন এবং আল ইবনুল আহসাব অন্তর আলোচনায় অংশ নেন।

র‍্যালি ও আলোচনা সভায় ফরিদপুর ডায়াবেটিক সমিতি, ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





  • company_logo