
ফাইল ছবি
নিউজ ডেস্কঃ বিচার শেষ হওয়ার আগে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ (জাপা) ১৪ দল কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে পারবে না বলে মন্তব্য করেছেন গণ-অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর প্রেসক্লাবে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খান বলেন, ‘আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। বিচার হওয়ার পর যদি আদালত মনে করে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ১৪ দল ভিন্ন রাজনীতি করবে তাতে আমাদের কোন আপত্তি নাই।’
ইইউ প্রতিনিধিদলের সঙ্গে বিএনপির বৈঠক
তিনি বলেন, ‘বিচার শেষ হওয়ার আগে দলগুলো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। সেই সঙ্গে আগামী নির্বাচনেও তারা অংশ নিতে পারবে না। যদি তাদের কেউ নির্বাচনে সুযোগ দিতে চায় তাহলে আমাদের রক্তের ওপর দিয়ে সেই সুযোগ নেবে।’
সরকারের একটি মহল অসুস্থ নুরকে দেশের বাইরে পাঠাতে চায় না অভিযোগ করে তিনি আরও বলেন, ‘তারা মনে করে দেশের বাইরে পাঠানো হলে সেনাবাহিনী ও পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। এজন্য সরকার প্রধান ঘোষণা দেওয়ার পরও এখনো গড়িমসি করছে।’
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, ‘অন্তর্বর্তী সরকার গণ-অভ্যুত্থানের নায়কদের রক্ষা করতে পারছে না। যদি ১/১১ ফিরে আসে তাহলে আমরা সবাই অনিরাপদ। হাসিনা তো ভারতে পালিয়ে গেছে, আমরা তো আর কোথাও পালাতে পারবো না। যদি নিরাপত্তা না দিতে পারেন তাহলে আপনারা বিদায় নেন।’
নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদ স্থগিত হওয়া ...
নিউজ ডেস্ক : জুলাই সনদের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচনসহ বিভি...
নিউজ ডেস্কঃ জুলাই আন্দোলনের সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হা...
নিউজ ডেস্কঃ সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব দ...
নিউজ ডেস্কঃ আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে নির্বাচন ...
মন্তব্য (০)