• সমগ্র বাংলা

‎২০ সেকেন্ডে ২৩ বার হাতুড়ির আঘাতে ইকবালকে হত্যা: গাজীপুর থেকে গ্রেপ্তার অভিযুক্ত রতন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সঞ্জু রায়, বগুড়া: আর্থিক অনিয়মের ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্বে বগুড়ায় পেট্রোল পাম্পের কর্মকর্তা ইকবাল হোসেনকে নির্মমভাবে হত্যা করে তারই সহকর্মী রাকিবুল ইসলাম রতন। রবিবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, রতন হাতুড়ি দিয়ে ২০ সেকেন্ডে ২৩ বার ক্যাশিয়ার ইকবালের মাথায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। পরে রোববার সকালে পাম্পের অফিস কক্ষ থেকে ইকবালের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।
ঘুমন্ত অবস্থায় একজন মানুষকে নির্মমভাবে হত্যাকাণ্ডের এই ঘটনা নাড়া দেয় সকলের হৃদয়ে। যদিও শুরু থেকেই অভিযুক্ত রতন ঘটনাস্থলে অনুপস্থিত থাকায় সন্দেহের তীর তার দিকেই ছিলো সকলের কিন্তু কেউ ভাবতেও পারেনি তুচ্ছ ঘটনায় রতন একা নির্মম এই হত্যাকান্ড সংগঠিত করেছে। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে আসামি রতন পুলিশকে জানায়, পেট্রোল পাম্পে নিহত ক্যাশিয়ার ইকবালসহ কর্মরত সবাই আর্থিক অনিয়মের সঙ্গে জড়িত ছিল। তারা পাম্প থেকে তেল চুরি করে সেই টাকা নিজেদের মধ্যে ভাগাভাগি করত। তবে তেল চুরির টাকার ভাগ কম পাওয়ায় রতন বিষয়টি মালিকপক্ষকে জানিয়ে দেয়। এতে ক্ষুব্ধ হয়ে ইকবাল শনিবার রাতে রতনকে মারধর করে। এরই জেরে সেদিন দিবাগত রাতে পাম্পে কেউ না থাকার সুযোগে রতন ইকবালকে হত্যা করে পালিয়ে যায়৷ পরে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় বারো ঘণ্টার মধ্যেই রোববার রাতে ডিবির ইন্সপেক্টর ইকবাল বাহার ও রাজু কামালসহ সঙ্গীয় ফোর্সের অভিযানে গাজীপুরের কালিয়াকৈর মৌচাক এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। একই সাথে উদ্ধার করা হয় হত্যাকান্ডে ব্যবহৃত রেঞ্জ, পাম্প থেকে নিয়ে যাওয়া নগদ ৩৬ হাজার ৫০০ টাকা এবং নিহতের মুঠোফোন।
সোমবার সকালে বগুড়া জেলা গোয়েন্দা শাখা কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মুহাম্মদ রায়হান। তিনি আরো জানান, হত্যাকান্ডের সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা গ্রেপ্তার আসামিকে রিমান্ডে নিয়ে এসে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
এদিকে সোমবার ঘাতক রতনকে নিয়ে সেই পেট্রোল পাম্পে যায় পুলিশ। পরে তার দেখানো জায়গা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়িও উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় নিহত ইকবালের বোন সাদিয়া আক্তার বাদী হয়ে রোববার রাতে সদর থানায় মামলা দায়ের করেছেন।

মন্তব্য (০)





image

আপনাদের জন্য কাজ করে শেষ নি:শ্বাস ত্যাগ করতে চাই: আনোয়ারু...

পাবনা প্রতিনিধি : পাবনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আগামী জাত...

image

গঙ্গাচড়ায় অসহায়দের ভ্যান ও ঘর নির্মাণ সামগ্রী দিলো কল্যাণ...

রংপুর ব্যুরো : রংপুরের গঙ্গাচড়ায় অসহায় মানুষের জীবনমান উন্নয়...

image

বেনাপোল দিয়ে ভারত থেকে দেশে ফিরলেন পাঁচারের শিকার এক নারী

বেনাপোল প্রতিনিধি : ভালো কাজের মিথ্যা প্রলোভনে পড়ে ভারতে পাচ...

image

বন উজাড় করায় মানব ও প্রাণীর ওপর প্রভাব পড়ছে, অবৈধভাবে ...

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : অবৈধভাবে ...

image

এনজিও কর্মকর্তাকে হাত-পা বেঁধে নির্যাতন, যুব মহিলালীগ নেত...

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে এনজিও কর্মকর্তাক...

  • company_logo