
ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : জামালপুরে প্রতিবন্ধীদের নিয়ে ফলোআপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৭ সেপ্টেম্বর) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইম্প্রুভড নিউট্রিশন (GESMIN) প্রকল্পের উদ্যোগে জামালপুর ডেভেলপমেন্ট ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার (ডিটিআরসি)-তে একটি গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
'প্রতিবন্ধী ব্যক্তি সংগঠন ও সংশ্লিষ্ট বিভাগের সাথে ফলো-আপ কর্মশালা' শীর্ষক এই আয়োজনে প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে তাদের নিজস্ব সক্ষমতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক, সমাজ সেবা অধিদপ্তর জামালপুর মোঃ রকেনুল ইসলাম । তিনি প্রতিবন্ধি ব্যাক্তি ও তাদের পরিবারকে স্বাবলম্বি করে গড়ে তোলার জন্য পরামর্শ দেন।
এছাড়া, প্রকল্প কর্ম এলাকার উপজেলা সমাজসেবা অফিসারগন এবং প্রতিবন্ধি ব্যাক্তিদের নিয়ে কাজ করে এমন সংগঠনের প্রতিনিধীগন, সুইড প্রতিবন্ধি এবং বাক ও শ্রবণ প্রতিবন্ধি বিদ্যালয়ের শিক্ষকগণ কর্মশালায় তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন।
GESMIN প্রকল্পের জেন্ডার স্পেশালিস্ট মংওয়া চিং মারমা কর্মশালার উদ্দেশ্য তুলে ধরেন। বিভিন্ন উপজেলা থেকে আগত প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনের (OPD) প্রতিনিধিরা তাদের কাজের অগ্রগতি ও চ্যালেঞ্জ সম্পর্কে তথ্য দেন। এছাড়া কর্মশালায় প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে সোশ্যাল ওয়েলফেয়ার অধিদপ্তরের ভূমিকা এবং তাদের জন্য কর্মসংস্থান তৈরির সুযোগ নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জেসমিন প্রকল্পের জেন্ডার অফিসার মোছাঃ ছাদেকা বেগম।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জেসমিন প্রকল্পের মনিটরিং এন্ড ইভ্যালুয়েশোন আফিসার উর্মিলা নকরেক, আগ্রিকালচার স্পেশালিস্ট ড. পরিমল সরকার, কমিউনিকেশন ও এডভোকেসি স্পেশালিষ্ট মো. কওনান মুরসালিন, প্রকল্প ব্যবস্থাপক স্টিফেন অসিম চ্যাটার্জী।
এছাড়া উন্নয়ন সংঘের ডিরেক্টর প্রোগ্রাম মুর্শেদ ইকবাল, পরিচালক মানব সম্পদ জাহাঙ্গীর সেলিম।
উল্লেখ্য, জেসমিন প্রকল্প ২০২৩ সাল থেকে জামালপুর জেলার ৪টি উপজেলা (জামালপুর সদর, মেলান্দহ, ইসলামপুর এবং দেওয়ানগঞ্জ) কাজ করছে। এটি মূলত অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রামের (ANCP) মাধ্যমে বাস্তবায়িত এনএসভিসি প্রকল্পের (২০১৮-২০২৩) বর্ধিত অংশ। এই প্রকল্পটি প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে
বেনাপোল প্রতিনিধি : ভালো কাজের মিথ্যা প্রলোভনে পড়ে ভারতে পাচ...
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : অবৈধভাবে ...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে এনজিও কর্মকর্তাক...
পটুয়াখালী প্রতিনিধিঃ : নারীপক্ষের উদ্যোগে এবং “অধিকার...
সঞ্জু রায়, বগুড়া: আর্থিক অনিয়মের ভাগবাটোয়ার...
মন্তব্য (০)