• বিনোদন

তানজিন তিশাকে কোলে নিতে গিয়ে হাড় ভেঙেছিল তৌসিফের

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনেনাদন ডেস্ক : অভিনেতা তৌসিফ মাহবুব দর্শকদের কাছে বেশ জনপ্রিয়। সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে তিনি শুটিং, সহশিল্পী ও ঘনিষ্ঠ বন্ধুসহ নানা বিষয় নিয়ে কথা বলেছেন। সেই সঙ্গে বান্ধবী তানজিন তিশাকে নিয়ে মজার ঘটনা শেয়ার করেছেন তিনি।

নিজের অভিনয় জীবনের ঘটনা প্রসঙ্গে তৌসিফ মাহবুব বলেন, ও আমার বন্ধু (তিশা)। এ জন্যই বলতেই পারি— তবে স্যরি! ২০২২ সালের ১৬ ডিসেম্বরের মুক্তিপ্রাপ্ত ‘স্বাধীনতা তুমি’ নাটকের একটি শুটিংয়ের দৃশ্যের ঘটনা। আমি তানজিন তিশাকে কোলে তুলতে গিয়ে আমার হাড় ভেঙেছিল।

অভিনেতা বলেন, সেই নাটকে আমি একজন মুক্তিযোদ্ধার চরিত্রে ছিলাম। আর তিশা ছিলেন একজন বীরাঙ্গনা, যে মারা গেছে। পোস্টারের জন্য ওর লাশ আমি কোলে তুলে নিয়েছিলাম।

তিনি বলেন, সেই পোস্টার শুটে তানজিন তিশাকে কোলে নিতে হয়েছিল। বিভিন্ন ফ্রেমে ছবি তোলার কারণে ওকে কোলে ২-৪ মিনিট রাখতে হয়েছিল। তখনই চাপটা পড়ে। এরপর প্রায় এক মাস আমার বাম হাত দিয়ে কোনো ওয়েট নিতে পারিনি। রাতে ঘুমাতে গেলেও ব্যথা করত।

মজা করে তৌসিফ বলেন, তিশা আমার খুব ক্লোজ ফ্রেন্ড। তবু ওকে ঘৃণা করি, আবার ভালোবাসিও। তবে এটা বলা দরকার—ওর কারণেই আমার হাতের হাড় ভেঙেছিল।

অভিনেতা তৌসিফ মাহবুবের এ অকপট স্বীকারোক্তি নিয়ে নেটিজেনরা বেশ মজা পেয়েছেন। কেউ কেউ অভিনেতার প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। আবার কেউ মজার ছলে বলেছেন—বন্ধুত্বের খেসারত হাতের হাড় ভাঙা।

 

মন্তব্য (০)





  • company_logo