• লিড নিউজ
  • স্বাস্থ্য

ডেঙ্গুতে একজনের মৃত্যু হাসপাতালে ভর্তি ৪৩০

  • Lead News
  • স্বাস্থ্য

ফাইল ছবি

নিউজ ডেস্ক : দেশে একদিনে (শনিবার সকাল থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুজ্বর আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। তাতে এ বছর রোগটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১৫ জনে।

সবশেষ মৃত ব্যক্তি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ১০ বছর বয়সি ওই মেয়ে শিশুর বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়। 

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে ডেঙ্গুজ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪৩০ জন। এতে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৬৩২ জনে। গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে ১২০ জনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার।

এছাড়া ঢাকা বিভাগে ৫৪ জন, ময়মনসিংহ বিভাগে ১২ জন, চট্টগ্রাম বিভাগে ৭৯ জন, খুলনা বিভাগে ৪৬ জন, রাজশাহী বিভাগে ৪২ জন, রংপুর বিভাগে তিনজন, বরিশাল বিভাগে ৭২ জন এবং সিলেট বিভাগে দুজন রোগী ভর্তি হয়েছেন। ডেঙ্গুজ্বর নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ২৮১ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৪১৪ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ৮৬৭ জন।

অধিদপ্তর সূত্র জানিয়েছে এ বছর ডেঙ্গুজ্বর আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৪১ জনের মৃত্যু হয়েছে জুলাই মাসে। এছাড়া ২৪ আগস্ট সকাল পর্যন্ত ৩২ জন, জুন মাসে ১৯ জন, জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে সাতজন, মে মাসে তিনজন মারা যান। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১০ হাজার ৬৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হন জুলাই মাসে। এ ছাড়া জুন মাসে ৫ হাজার ৯৫১ জন, জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন এবং মে মাসে ১ হাজার ৭৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হন। আগস্টের ২৪ দিনে হাসপাতালে ভর্তি হন ৭ হাজার ৬৫২ জন রোগী।

 

মন্তব্য (০)





image

ডেঙ্গুতে মৃত্যুহার ১৪ শতাংশের বেশি, আক্রান্তের পাঁচ ভাগের...

নিউজ ডেস্কঃ চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু...

image

হাসপাতালে ভর্তি আরও ৪৭০ ডেঙ্গু রোগী

নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। ত...

image

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা হাসপাতাল, চলছে মাত্র ৯ জন চিক...

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা হাসপাতাল। উপজ...

image

সাতকানিয়া সরকারি হাসপাতালে রোগীর পকেট কাটা থামছেই না!

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার ভরসা সরকারি হ...

image

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন উপদেষ্টা ফারুকী

নিউজ ডেস্ক : প্রায় সাত দিন হাসপাতালে থাকার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সংস...

  • company_logo