• অপরাধ ও দুর্নীতি

নওগাঁয় ছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ভাইরালকারী মূলহোতা রিফাত আটক

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সংগৃহীত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছী থানাধীন গোল্লা মাধুপাড়া নামক এলাকায় শুক্রবার রাতে অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করত: সেই ভিডিও ভাইরালকারী মূলহোতা ধর্ষক মোঃ রিফাত হোসেন (২৪) কে আটক করেছে র‌্যাব-৫। আটকতৃ রিফাত জেলার মহাদেবপুর উপজেলার বিনোদপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, ভিকটিম (বয়স ১৪ বছর) স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণীতে পড়াশোনা করে। ঘটনার দিন ইং ১৩/০৭/২০২৫ তারিখ দুপুর আনুমানিক ০১.০০ ঘটিকার সময় মহাদেবপুর থানাধীন ৭নং সফাপুর ইউপিস্থ বিনোদপুর প্রাইমারী স্কুলের নির্মাণাধীন ওয়াশরুমের পাশ দিয়ে জনৈক মোঃ দেলোয়ার হোসেনের দোকানে জিনিস কিনতে যাচ্ছিল। নির্মাণাধীন ওয়াশরুমের পার্শ্বে পৌছামাত্র পূর্ব থেকেই ঔৎ পেতে থাকা ১নং আসামী মোঃ রিফাত হোসেন ভিকটিমের মুখ চেপে ধরে জোরপূর্বক নির্মাণাধীন ওয়াশরুমের মধ্যে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এসময় ২নং আসামী মোঃ ধানী @ দানেস পাহারা দেয় এবং উক্ত ঘটনা যেন কাউকে না বলে সেজন্য ভিকটিমকে বিভিন্ন ধরণের হুমকি প্রদান করে। উক্ত আসামীদ্বয় কর্তৃক ধর্ষণের ভিডিও করে বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

এই ঘটনায় মহাদেবপুর থানায় ভিকটিম এর পিতা বাদী একটি ধর্ষণ মামলা দায়ের করে। আসামীদেরকে গ্রেফতারের জন্য অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। আসামীদের গ্রেফতারে র‌্যাব-৫, সিপিসি-৩ ও সিপিএসসি এর একটি চৌকষ আভিযানিক দল আসামীদের গতিবিধি অনুসরণ ও বিশ্লেষণ করে। অতঃপর মামলা তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের প্রেক্ষিতে গতকাল শুক্রবার রাতে নওগাঁ জেলার বদলগাছী থানাধীন গোল্লা মাধুপাড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে মামলার ১নং আসামী রিফাতকে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামীকে নওগাঁ জেলার মহাদেবপুর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মন্তব্য (০)





image

অসহায় ও গরিব দেখিয়ে প্লট বরাদ্দ, ভয়াবহ জালিয়াতির আশ্রয় নি...

নিউজ ডেস্কঃ নিজেদের ভাসমান, অসহায় ও গরিব হিসাবে পরিচয় দ...

image

হাটের ইজারায় ফাঁকি: সাবেক মেয়রসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের ম...

নিউজ ডেস্কঃ রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ও রুস্তমপুর হাট-বাজা...

image

রাণীনগরে খাদ্যবান্ধব কর্মসূচির দেড় হাজার কেজি চাল উদ্ধার

আবু ইউসুফ রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে খাদ্যবান্ধব কর্মসূচ...

image

গলাচিপায় ফেয়ার প্রাইজের চাল বিতরণে অনিয়ম, যৌথ বাহিনীর অভি...

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ফেয়ার প্রাই...

image

সাবেক মন্ত্রী শাহাব উদ্দিন ও পরিবারের ৮ ব্যাংক অ্যাকাউন্ট...

নিউজ ডেস্ক : সাবেক বন ও পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন ও তার পরিবারের নামে থ...

  • company_logo