• লাইফস্টাইল

২৪ ঘণ্টা সচল রাউটারে বিদ্যুৎ বিল কেমন আসে?

  • লাইফস্টাইল

ফাইল ছবি

নিউজ ডেস্ক : বাড়িতে এখন প্রায় সবাই ওয়াই-ফাই ব্যবহার করেন। দিনরাত ২৪ ঘণ্টা চালু থাকে রাউটার। অনেকে আবার রাতে ঘুমানোর আগে বন্ধ করে দেন। তাতে একটি প্রশ্ন থেকে যায়, সারারাত রাউটার চালু রেখে কোনো ডিভাইস না চালালে বিদ্যুৎ খরচ কেমন হয়?

এছাড়া অনেকে বাড়িতে নানা ধরনের বৈদ্যুতিক ডিভাইস ব্যবহার করে থাকেন। যার কারণে মাস শেষে বিদ্যুৎ বিল দেখে মাথায় হাত দিতে হয়। তাই কোনো ডিভাইসে কত বিদ্যুৎ খরচ হয় তা জানা থাকলে ব্যবহারে পরিবর্তন আনা সহজ হয়। এতে বিদ্যুৎ খরচ কম হবে।

তবে একটি ওয়াই-ফাই রাউটারে বিদ্যুৎ খরচ খুব বেশি হয় না। সাধারণত ৫ থেকে ২০ ওয়াটের হয়ে থাকে এসব রাউটার।

ধরা যাক, একটি বাড়ির রাউটার মাসে গড়ে ১০ ওয়াট বিদ্যুৎ খরচ করে। তাহলে মাসে মোট ২৪×৩০ = ৭২০ ঘণ্টা চলবে। বিদ্যুৎ খরচ দাঁড়াবে ১০×৭২০ ওয়াট বা ঘণ্টা =৭,২০০। ৭,২০০÷১০০০ ইউনিট = ৭.২ ইউনিট।

যদি ইউনিটপ্রতি বিদ্যুৎ বিল ৭ টাকা ৫০ পয়সা হয়। তাহলে ফ্যানের এক মাসে খরচ হবে ৭.২×৭.৫০ = ৫৪ টাকা। রাতের ১২ ঘণ্টা বন্ধ রাখলে বিদ্যুৎ খরচ হবে এর অর্ধেক অর্থাৎ ২৭ টাকা।

কম খরচের ফলে রাতে রাউটার বন্ধ করে শুয়ে পড়ুন কিংবা চালিয়ে মাসের শেষে বিদ্যুৎ বিলে সেভাবে বড় বদল কিছু চোখে পড়বে না।

তবে বিশেষজ্ঞরা বলছেন, ওয়াই-ফাই রাউটার বারবার বন্ধ ও চালু করলে এর কার্যক্ষমতা নষ্ট হতে পারে।

 

মন্তব্য (০)





  • company_logo