• খেলাধুলা

মেসি হতে চান চাঁদপুরের সোহান

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : বাবা সাইকেল গ্যারেজের মিস্ত্রি, বাড়িতে দোচালা ঘর। বৃষ্টি আসলেই ঘরে পড়ে পানি, মোটরসাইকেলের যুগে মেরামতযোগ্য সাইকেলের সংখ্যাও হাতে গোনা। ৫ জনের সংসারে দরিদ্র বাবাই একমাত্র উপার্জনক্ষম। নুন আনতে পান্তা ফুরোয়। তাতে কি? পরিবারের সাড়ে ৫ বছর বয়সের সোহান তো মেসি হওয়ার স্বপ্নে বিভোর। স্থানীয় বাজারে টিভিতে মেসির খেলা দেখে তার একটাই চাওয়া তাকে মেসি হতেই হবে। ৫ বছরের মেসিখ্যাত সোহানের পায়ের জাদুর অনুশীলনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরার পর তার বাড়িতে ছোট-বড় বিভিন্ন বয়সের মানুষ প্রতিদিনই ভিড় জমাচ্ছে। অনেকের দাবি মেটাতে তার বাড়ির ছোট্ট উঠোনে বল নিয়ে বিভিন্ন কারু কাজের প্র্যাকটিস দেখাতে হচ্ছে।

বলা হচ্ছে, চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাড়ে পাঁচানী গ্রামের সোহেল প্রধানের সাড়ে ৫ বছরের ছোট্ট বালক মেসিখ্যাত সোহানের কথা। সবেমাত্র স্থানীয় ইউসুফ আলী কিন্ডার গার্টেনে যাওয়া আসা করছে সে। বাবার উৎসাহ ও প্রেরণায় এরই মধ্যে রপ্ত করে ফেলেছে ফুটবলের নানা কৌশল। দু'হাত পেছনে দিয়ে ডান পা বাম পা, পিঠে, মাথায় হেড এভাবেই মাটিতে বল না ফেলে দীর্ঘক্ষণ বলের উপর কন্ট্রোল রাখতে পারছে। 

নিজের বয়সের চেয়ে কয়েক বছরের বড়দের সাথে ছোট মাঠে অনুশীলনও করে দুর্দান্ত। সেই অনুশীলনে দেখা গেল তার বল নিয়ন্ত্রণের রাখার নানা কৌশল। বল পায়ে ড্রিবলিং, রিসিভ, বলের উপর কন্ট্রোল এবং বল পায়ে তার ক্ষীপ্রতা, সবাইকে ফাঁকি দিয়ে বল জালে পাঠানোর কৌশল সহ খেলার মাঠে বল নিয়ে তার নানা কারু কাজ সত্যিই চোখ ধা দিয়ে যাওয়ার মত। এ প্রতিবেদক তা সরেজমিনে দেখে ও স্থানীয় ক্রীড়া সংগঠকদের সাথে কথা বলে এমনটাই জানলেন।

 

 

স্থানীয় মেসিখ্যাত সোহানের দরিদ্র বাবা সোহেল প্রধান জানায়, ‘বৃদ্ধা মা, স্ত্রী আর দুই সন্তান এই ৫ জন নিয়ে আমার পরিবার। স্থানীয় পাঁচানী বাজারে একটা সাইকেল গ্যারেজে কাম করি। খাইয়া পিন্দা বাঁচনডাই আমার লাইগা অনেক কষ্টের। পোলায় বাজারের টিভিতে মেসির খেলা দেইখা অহন তারও মেসি হওনের শখ। ওর আগ্রহের কারণে সকাল সকাল আমি ঘুম থেকে উইটা বাড়ির সামনের রাস্তার মধ্যে প্রতিদিন একঘন্টা কইরা প্র্যাকটিস করাই। ছোটবেলায় আমারও ফুটবলের প্রতি অনেক নেশা আছিলো। কিন্তু আমার ফুটবল নেশা থাকলেও পোলায় একটা বড় ফুটবল পাগল। পোলার ফুটবল প্র্যাকটিস দেখতে প্রতিদিন মানুষ বাইত (বাড়ীতে) ভিড় জমায়। পোলায় ফুটবলডা দেহি মোটোটি বালই পারে। এইসব দেইখা অহন আমারও শখ, পোলায় যেনো বড় হইয়া একজন বড় ফুটবলার অইতে পারে। আমি গরিব মানুষ, কেমতে কি করমু জানিনা। আমি গরিব মানুষ, পোলার স্বপ্ন এমতে পূরণ করমু? তয়, পোলার স্বপ্ন পূরণ করতে সরকারের সাহায্য ছাড়া সম্ভব না। সরকার যদি একটু দয়া করে, তয় আমার পোলা একদিন অবশ্যই জাতীয় দলে খেলব। একদিন উজ্জ্বল করবো সবার মুখ।’

 

স্থানীয় ক্রিড়া সংগঠক তাজুল ইসলাম শ্যামল জানায়, আমাদের বাড়ির সামনে খুদে মেসি খ্যাত সোহানের ক্রিয়াশৈলী সত্যিই চমৎকার। পৃষ্ঠপোষকতা পেলে সোহানকে দিয়ে জাতীয় পর্যায়ে ভালো কিছু করা সম্ভব।

প্রতিবেশি দুলাল প্রধান জানায়, আমাগো মেসি'র (সোহান) প্র্যাকটিস বা খেলা দেখতে প্রতিদিনই তার বাড়িতে অনেক মানুষ আইসা ভিড় জমায়। আমরা প্রত্যেকদিনই ওর ফ্যাক্টিস দেহি।

এ বিষয়ে কথা হলে, উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন, তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড়দের বাছাই করে ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এমনিতেই আমরা কাজ করি। সাড়ে পাঁচানীতে স্থানীয় মেসি খ্যাত সোহানের কথা আমরা শুনেছি, ওকে নিয়ে ভালো কিছু করার চিন্তা আমাদের রয়েছে।

চাঁদপুর মতলব উত্তরের পাঁচআনী গ্রামের খুদে মেসি খ্যাত শিশু সোহান ও তার পরিবারের সার্বিক দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (৭ আগস্ট) চাঁদপুরের মতলব উত্তরে শিশুর সোহানের বাড়িতে এসে এ ঘোষণা দেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

এ সময় তিনি বলেন, আমরা শিশু সোহানের বল কন্ট্রোলের ক্ষমতা দেখেছি। সোহান যে প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করেছে আমাদের দায়িত্ব হচ্ছে তা বিকশিত করে ভবিষ্যতে যেন বাংলাদেশ দলে খেলতে পারে তেমন করে তৈরি করা।

বাংলাদেশ ফুটবল দলের সাবেক এই গোলকিপার আরও বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকে আমাকে এখানে পাঠিয়েছেন। সোহানের পড়াশোনা থেকে শুরু করে তার খেলাধুলা এবং পরিবারের সব দায়িত্ব তারেক রহমান নিয়েছেন।

মন্তব্য (০)





image

ফাইনালের আগে জিম্বাবুয়েকে পাত্তাই দিল না বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ হারারের মাঠে ফাইনালের আগমুহূর্তে দুর্দান্ত ফ...

image

বিশাল জয়ে আফঈদাদের অভিনন্দন জানালেন যুব ও ক্রীড়া উপদেষ্টা

স্পোর্টস ডেস্ক :  এএফসি নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতী...

image

পাকিস্তানি ক্রিকেটার হায়দার আলিকে সাময়িক নিষেধাজ্ঞা

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানি ক্রিকেটার হায়দার আলি সাময়িকভাবে ক্রিকেট...

image

পূর্ব তিমুরকে ৮-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ে পূর্ব তি...

image

এনসিএলে খেলবেন তামিম-মুশফিক-রিয়াদ

স্পোর্টস ডেস্ক : জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) আসন্ন টি-টোয়েন্টি সংস্করণে...

  • company_logo