• খেলাধুলা

এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইয়ে কঠিন গ্রুপে বাংলাদেশ

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : এএফসি অনূর্ধ্ব-১৭ ছেলেদের চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার ঘোষিত ড্র অনুযায়ী, ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক চীন, বাহরাইন, তিমুর লেস্তে, ব্রুনাই ও শ্রীলঙ্কা।

এবার বাছাইয়ে অংশ নিচ্ছে ৩৮টি দল। সাতটি গ্রুপে ভাগ হয়ে দলগুলো লড়বে মূল পর্বের টিকিটের জন্য। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দল আগামী বছর সৌদি আরবে অনুষ্ঠিতব্য মূল পর্বে খেলবে। 

বাংলাদেশ দল বর্তমানে যশোরের শামসুল হুদা একাডেমিতে সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট সামনে রেখে কোচ গোলাম রব্বানী ছোটনের অধীনে প্রস্তুতি নিচ্ছে। সাফের পর ২২-৩০ নভেম্বর চীনে অনুষ্ঠিতব্য এএফসি বাছাইয়ে অংশ নেবে লাল-সবুজের যুবারা।

এদিকে, মেয়েদের অনূর্ধ্ব-১৭ এএফসি চ্যাম্পিয়নশিপ বাছাইয়ের ড্রয়েও হয়েছে বাংলাদেশের অবস্থান নির্ধারণ। ‘এইচ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ চাইনিজ তাইপে ও স্বাগতিক জর্ডান। এই বাছাইপর্ব মাঠে গড়াবে ১৩-১৭ অক্টোবর, আট দেশের আট ভেন্যুতে। আট গ্রুপ চ্যাম্পিয়ন খেলবে আগামী বছরের মূল পর্বে, যা হবে ৩০ এপ্রিল থেকে ১৭ মে পর্যন্ত, চীনে।

চলতি বছর মরক্কোয় অনুষ্ঠিতব্য ফিফা অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপে এশিয়ার চার প্রতিনিধি হচ্ছে— চীন, জাপান, উত্তর ও দক্ষিণ কোরিয়া। তবে টানা দুইবার মূল পর্বে খেললেও বাংলাদেশ ২০২৪ সালের আসরে জায়গা করে নিতে পারেনি।

বাংলাদেশের নারী ফুটবল দল এখন লাওসে এএফসি অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের বাছাই খেলছে। স্বাগতিক লাওসকে গতকাল ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। কদিন আগে ঘরের মাঠে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে।

মন্তব্য (০)





  • company_logo