
ফাইল ছবি
তথ্য প্রযুক্তি ডেস্ক : সারাবিশ্বে তথ্য-উপাত্তের খোঁজে গুগল নয়, সার্চের প্রয়োজনে সোশ্যাল মিডিয়ার ওপরই এখন ভরসা করছেন জেন জি প্রজন্মের অনেকে।
২০১৬ সালে সোশ্যাল মিডিয়ায় জেন জি ছিল ৪০ শতাংশ। সংখ্যাটা বেড়ে ৫০ শতাংশ ছাড়িয়ে গেছে। সুযোগটা পূর্ণমাত্রায় ব্যবহার করেছে জনপ্রিয় সবকটি সোশ্যাল মিডিয়া।
জেন জি পছন্দ করে এমন ধরনের পরিষেবা নিজস্ব সাইটে প্রমোশনের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে সব সোশ্যাল মিডিয়া। সমীক্ষা বলছে, শুধু জেন জি নয়, বয়সে নবীন ও প্রবীণরা গুগলের পরিবর্তে নিয়মিত সোশ্যাল মিডিয়ায় সার্চের ওপর নির্ভরশীল হয়ে পড়ছেন।
পরিবর্তন কেন
ডিজিটাল ট্রেন্ড গবেষকরা বলছেন, সবার ধারণায় (কনসেপ্ট) গুগল নাম যেমনটা ভরসার জায়গা ছিল, তা এখন অনেকাংশে সোশ্যাল মিডিয়ার নিয়ন্ত্রণে। পরিবর্তনটা প্রত্যাশার চেয়ে দ্রুত ঘটেছে।
অনেকের অভিমত, গুগলে সার্চ করলে যেসব ফল দৃশ্যমান হয়, সোশ্যাল মিডিয়ায় তার থেকে ভালো ফল মিলছে।
কারণ ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক বা টিকটক যেহেতু গ্রাহক সরাসরি পোস্ট করেন, তাই ব্যক্তিতথ্যের বিশ্বাসযোগ্যতা অনেকাংশেই এসব সোশ্যাল প্ল্যাটফর্মের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। জেন জি প্রজন্মের এখনকার ‘ট্রেন্ড’ তেমন ধারণাই প্রকাশ করছে। সময়ের প্রচলিত (জেন জি) প্রবণতা বিবেচনা করে গুগল আপাতদৃষ্টিতে কিছুটা পেছনে পড়ে গেলেও সহজে হাল ছাড়ার পাত্র নয়।
সময়ের প্রয়োজনে অভূতপূর্ব কয়েকটি নতুন ফিচার ডেভেলপ করে গুগল আবারও সরব। শ্রেষ্ঠত্ব ফিরে পেতে দুর্দান্ত আর উদগ্রীব। মাল্টি সার্চ ফ্যাসিলিটি রয়েছে শীর্ষ আলোচনায়। যার অর্থ হলো ছবি ও টেক্সট দুটো দিয়েই সার্চ। টেক্সট সার্চ সাধারণ প্রয়াস। হালসময়ে গুগল এখন বেশি জোর দিয়েছে ইমেজ সার্চের কৌশলে নতুনত্ব আনতে। ছবি আপলোড করে সার্চ করলে গুগলের এআই ওই ছবির (ইমেজ) সংশ্লিষ্ট সব তথ্য দৃশ্যমান করে। সার্চ ইঞ্জিনের লড়াইটা এখন বেশ উপভোগ্য।
তথ্য প্রযুক্তি ডেস্ক : ইউটিউব ভিডিওতে এক মিলিয়ন ভিউ হলে কত টাকা পাবেন, ...
তথ্য প্রযুক্তি ডেস্ক : ডিজিটাল মাধ্যমে সাইবার প্রতারণা এতটাই বেড়ে গেছে ...
তথ্য প্রযুক্তি ডেস্ক : নিত্য প্রয়োজনের হয়ে দাঁড়িয়েছে মেসেজিং প্ল্যাটফর্ম...
তথ্য প্রযুক্তি ডেস্ক : বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের জনপ্রিয় সমাজিকমাধ্যম ...
তথ্য প্রযুক্তি ডেস্ক : জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার ব্যবহারক...
মন্তব্য (০)