
ছবিঃ সিএনআই
নিজস্ব প্রতিবেদকঃ মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই), ঢাকা এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ (পিইবি) যৌথভাবে বৃহস্পতিবার (৭ আগস্ট) “বাংলাদেশ পারচেসিং ম্যানেজারস ইনডেক্স (PMI)” এর জুলাই মাসের প্রতিবেদন প্রকাশ করেছে।
PMI একটি অগ্রণী উদ্যোগ যা দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে সময়োপযোগী ও সঠিক অন্তর্দৃষ্টি প্রদান করে, যাতে ব্যবসা, বিনিয়োগ এবং নীতিনির্ধারণে কার্যকর সিদ্ধান্ত নেওয়া যায়। এটি MCCI এবং Policy Exchange Bangladesh কর্তৃক, যুক্তরাজ্য সরকারের সহায়তা এবং সিঙ্গাপুর ইনস্টিটিউট অব পারচেসিং অ্যান্ড ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট (SIPMM)-এর কারিগরি সহায়তায় প্রণীত হয়েছে।
২০২৫ সালের জুলাই মাসে বাংলাদেশের মোট PMI সূচক জুন মাসের তুলনায় ৮.৪ পয়েন্ট বেড়ে ৬১.৫-এ পৌঁছেছে, যা একটি দ্রুত সম্প্রসারণের হার নির্দেশ করে। জুলাই মাসের PMI সূচকের এই উর্ধ্বগতি মূলত শিল্প ও সেবাখাতের দ্রুত সম্প্রসারণ, কৃষিখাতের ধীরগতির সম্প্রসারণ এবং নির্মাণখাতের পুনরায় সম্প্রসারণ পর্যায়ে ফিরে আসার কারণে হয়েছে।
কৃষি খাত টানা ১০ম মাসের মতো সম্প্রসারণ বজায় রেখেছে, তবে ধীর গতিতে। এই খাতের নতুন ব্যবসা, ব্যবসায়িক কার্যক্রম ও ইনপুট খরচ সূচকগুলো ধীর সম্প্রসারণ দেখিয়েছে, তবে অর্ডার ব্যাকলগ সূচকটি দ্রুত সম্প্রসারণে ছিল। কর্মসংস্থান সূচকটি দ্বিতীয় মাসের জন্য সংকোচনের (contraction) দিকেই ছিল এবং আগের তুলনায় আরও দ্রুত হারে।
শিল্প খাত টানা ১১তম মাসের মতো সম্প্রসারণ বজায় রেখেছে এবং আগের তুলনায় দ্রুত গতিতে। এই খাতের নতুন অর্ডার, উৎপাদন, ইনপুট ক্রয়, প্রস্তুত পণ্য, আমদানি, ইনপুট মূল্য, সরবরাহকারী ডেলিভারি ও অর্ডার ব্যাকলগ সূচকগুলো সম্প্রসারণ দেখিয়েছে। তবে নতুন রপ্তানি ও কর্মসংস্থান সূচক দুটি সংকোচনের অবস্থানে ছিল।
নির্মাণ খাত গত মাসে প্রথমবারের মতো সংকোচনের মধ্যে ছিল, তবে জুলাই মাসে এটি আবার সম্প্রসারণের দিকে ফিরে এসেছে। নতুন ব্যবসা, নির্মাণ কার্যক্রম, ইনপুট খরচ ও অর্ডার ব্যাকলগ সূচকগুলো সম্প্রসারণে ছিল, তবে কর্মসংস্থান সূচকটি টানা ৩য় মাসের জন্য সংকোচনে ছিল।
সেবাখাত টানা ১০ম মাসের জন্য সম্প্রসারণে ছিল এবং আগের চেয়ে দ্রুত গতিতে। নতুন ব্যবসা, ব্যবসায়িক কার্যক্রম, কর্মসংস্থান, ইনপুট খরচ এবং অর্ডার ব্যাকলগ সূচকগুলো সকলই সম্প্রসারণে ছিল। ভবিষ্যৎ ব্যবসা সূচক এর ক্ষেত্রে কৃষি, শিল্প ও সেবাখাতে ধীর সম্প্রসারণের ইঙ্গিত পাওয়া গেছে, তবে নির্মাণ খাতে দ্রুত সম্প্রসারণের ইঙ্গিত দেখা গেছে।
পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও সিইও ড. এম মাসরুর রিয়াজ বলেন, "সাম্প্রতিক PMI সূচক নির্দেশ করছে যে জুলাই মাসে বাংলাদেশের সামগ্রিক অর্থনীতি সম্প্রসারিত হয়েছে, বিশেষ করে সেবা ও শিল্প খাতের প্রবৃদ্ধির কারণে – যেখানে রপ্তানি জুলাই মাসে সর্বকালের সর্বোচ্চ $৪.৭৭ বিলিয়নে পৌঁছেছে। তবে কৃষি খাত জুলাই মাসে ধীর সম্প্রসারণে ছিল, যা মূলত মওসুমি শূন্যতা ও বর্ষাকালীন ব্যাঘাতের কারণে হয়েছে।”
নিউজ ডেস্ক : জুলাই অভ্যুত্থান পরবর্তী এক বছরে অনেক অর্জন হয়েছে বলে জানিয়...
নিউজ ডেস্ক : জুলাই মাসে খাদ্য এবং খাদ্যবহির্ভূত দুই খাতেই মূল্যস্ফীতি বে...
নিউজ ডেস্ক : দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। এবার ভরিতে ১ হাজার ৫৭৪ টাক...
নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রে রপ্তানিতে ২০ শতাংশ পাল্টা শুল্ক কার্যকর  ...
নিউজ ডেস্ক : রাষ্ট্রীয় মালিকানার জনতা ব্যাংকের ২৭১ কোটি টাকার খেলাপি ঋণ ...
মন্তব্য (০)