
ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : গাড়ির বাজারে অন্যতম জনপ্রিয় গাড়ির ব্র্যান্ড মারুতি সুজুকি। সংস্থাটি তাদের প্রথম ইলেকট্রিক এসইউভি ই-ভিটারা আনতে যাচ্ছে বাজারে। মারুতি সুজুকির এই ইভি কোম্পানির হার্টটেক্ট ই-প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি করা হবে। এতে অনেক আধুনিক প্রযুক্তি ও নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে। এর শক্তিশালী ব্যাটারি প্যাক ও দীর্ঘ রেঞ্জ আরও বেশি আনন্দদায়ক করবে ভ্রমণ।
এই বৈদ্যুতিক এসইউভিতে রয়েছে বিভিন্ন ধরনের এলইডি ডেটাইম রানিং লাইট, যা এর লুককে স্টাইলিশ করে তোলে। এর সামনে একটি ফাঁকা ক্লোজড গ্রিল রয়েছে, যার উপরে মারুতির বড় লোগো রয়েছে। এই গাড়িটি ১০টি ভিন্ন রঙের বিকল্পে পাওয়া যাবে, যা গ্রাহকদের তাদের পছন্দ অনুযায়ী রং বেছে নেওয়ার বিকল্প দেবে।
এই গাড়ির কেবিন বিলাসবহুল ও আরামদায়ক। এতে চারটি ডুয়াল-টোন ইন্টেরিয়র অপশন থাকবে, যা এর কেবিনকে আরও প্রিমিয়াম দেখাবে। গাড়িতে স্প্লিট-ফোল্ডিং সিট রয়েছে, যেগুলো আরও লাগেজের জন্য ভাঁজ করা যায়। এছাড়া এতে রয়েছে ডুয়াল স্ক্রিন ডিসপ্লে, যাতে থাকবে নতুন অপারেটিং সিস্টেম।
মারুতি ই-ভিটারায় প্যানোরমিক সানরুফ মাল্টিকালারড অ্যাম্বিয়েন্ট লাইটিং আর ১০.২৫ ইঞ্চির ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ও ১০.১ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেমের মত ডিজিটাল ফিচার্স অন্তর্ভুক্ত থাকবে। এই সিস্টেমটি ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে সাপোর্ট করবে।
এই বৈদ্যুতিক এসইউভি অ্যাডিএএস লেভেল ২ প্রযুক্তিতে সজ্জিত, যা এই গাড়িটিকে আরও নিরাপদ এবং উন্নত করে তোলে। এতে ক্রুজ নিয়ন্ত্রণ রয়েছে, যা স্বয়ংক্রিয়ভাবে গতি নিয়ন্ত্রণ করে। লেন কিপ অ্যাসিস্ট ফিচার গাড়িটিকে সঠিক লেনে রাখতে সাহায্য করে।
ই-ভিতারায় অনেক সেফটি ফিচার্স থাকবে বলে আশা করা হচ্ছে। গাড়িটিতে লেন কিপ অ্যাসিস্ট আর অ্যাডাপ্টিভ ক্রুজ কন্ট্রোলের মত উন্নত সেফটি ফিচার্স থাকবে। নিরাপত্তার কথা মাথায় রেখে এসইউভিতে ৭টি এয়ারব্যাগের সুবিধে থাকবে, যা চালক ও যাত্রী উভয়েরই নিরাপত্তা নিশ্চিত করবে। যা সব ভ্যারিয়ান্টে একটি আদর্শ বৈশিষ্ট্য হবে।
এসইউভি ই ভিটারা দুটি ব্যাটারি প্যাক বিকল্পের সঙ্গে আসবে, এটি ১৪১ বিএইচপি শক্তি উৎপন্ন করে ও ৫০০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দেয়। ই-ভিটারা ১৭১ বিএইচপি শক্তি উৎপন্ন করে এবং এক চার্জে প্রায় ৫০০ কিলোমিটার রেঞ্জ দেবে। উভয় ব্যাটারি ভেরিয়েন্টেই ১৮৯ এনএম এর পিক টর্ক পাওয়া যাবে।
এই বছরেই অর্থাৎ ২০২৫ সালেই সেপ্টেম্বর মাসে এই গাড়িটি আসতে চলেছে ভারতের বাজারে। মোট ৫টি ভ্যারিয়ান্টে বাজারে পাওয়া যাবে মারুতির এই ই-ভিটারা গাড়ি। এর মধ্যে সিগমা ভ্যারিয়ান্টের এক্স শোরুম দাম হবে ১৮ লাখ রুপি এবং ডেল্টা ভ্যারিয়ান্টটি আনুমানিক ১৯ লাখ ৫ হাজার রুপিতে এক্স শোরুম দামে পাওয়া যাবে।
তথ্য প্রযুক্তি ডেস্ক : সারাবিশ্বে তথ্য-উপাত্তের খোঁজে গুগল নয়, সার্চের প...
তথ্য প্রযুক্তি ডেস্ক : ইউটিউব ভিডিওতে এক মিলিয়ন ভিউ হলে কত টাকা পাবেন, ...
তথ্য প্রযুক্তি ডেস্ক : ডিজিটাল মাধ্যমে সাইবার প্রতারণা এতটাই বেড়ে গেছে ...
তথ্য প্রযুক্তি ডেস্ক : নিত্য প্রয়োজনের হয়ে দাঁড়িয়েছে মেসেজিং প্ল্যাটফর্ম...
তথ্য প্রযুক্তি ডেস্ক : বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের জনপ্রিয় সমাজিকমাধ্যম ...
মন্তব্য (০)