
ছবিঃ সিএনআই
গাইবান্ধা প্রতিনিধিঃ প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিও ভুক্ত করার দাবিতে গাইবান্ধায় বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ উদ্যোগে মানববন্ধন কর্মসূচি ও জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি দিয়েছে।
১৭ জুলাই বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় জেলা শহরের আসাদুজ্জামান মার্কেটে সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন শেষে বিদ্যালয়ের শিক্ষকরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারক লিপি দেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ সামাদ আজাদ,সাধারণ সম্পাদক মো মমিনুল হক হাউলাদার,বীর মুক্তিযুদ্ধো ময়নুল হক রাজা সহ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা ও কর্মচারীরা।
এসময় বক্তারা বলেন, প্রতিবন্ধী শিশুরা সমাজে আজ অবহেলিত। আমরা তাদেরকে শিক্ষা দান করতেছি। বিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমরা বিনা বেতনে প্রতিবন্ধী শিশুদের পাঠদান করাচ্ছি।তারা আরও বলেন, অন্য বিদ্যালয়গুলো যদি স্বীকৃতি পায় তাহলে আমরা কেন পাবো না।আমরা আমাদের স্কুল গুলোকে এমপিও দেয়ার জন্য প্রধান উপদেষ্টার দৃষ্টি কামনা করছি।
ফেনী প্রতিনিধি: সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনীর ফুলগাজী ও পরশুরামের বন্য...
রংপুর ব্যুরো: রংপুর মহানগরীর সিওবাজার এলাকায় একটি ...
গোপালপুর প্রতিনিধি: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ২০২৪ উপলক্ষে শহীদদের স্মরণে...
পাবনা প্রতিনিধিঃ দরিদ্র পরিবারের সন্তান নুর আলী (৪৭)। করতেন রাজমিস্ত্রির...
রংপুর ব্যুরোঃ নতুন ডিজাইন,আধুনিক ফিচার এবং অধিক ...
মন্তব্য (০)