
ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন পূর্বক স্নাতক(বিজ্ঞান) সংযুক্ত করে ১৪ তম গ্রেড প্রদান ও ইনসার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১ তম গ্রেডে উন্নতিকরণের দাবিসহ ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকাল আটটা থেকে এগারোটা পর্যন্ত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শহরের সিভিল সার্জন অফিসের সামনে এই কর্মসূচি পালিত হয়।
অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন ফরিদপুর স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ সোলায়মান, সদর উপজেলা সভাপতি মোল্লা হেদায়েত হোসেন, কোষাধক্ষ্য আবু বক্কর সিদ্দিকী, সদস্য আকরামুন নেসা লিপি প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আমরা স্বাস্থ্য অধিদপ্তরের মাঠ পর্যায়ে টিকাদান সহ বিভিন্ন স্বাস্থ্য সেবা দিয়ে থাকি মানুষের। স্বাস্থ্য সেবা নিয়ে মাঠ পর্যায়ের সর্বোচ্চ কাজ করে থাকি আমরাই। আমাদেরকে বিভিন্নভাবে বঞ্চিত করা হচ্ছে। আমরা সরকারের কাছে দাবি জানায়, আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধনপূর্বক স্নাতক(বিজ্ঞান) সংযুক্ত করে ১৪ তম গ্রেড প্রদান ও ইনসার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১ তম গ্রেড উন্নতি করন সহ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গেট প্রদানের।
এদিকে দাবি বাস্তবায়ন না হলে আগামী ১২ জুলাই ঢাকায় অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা।
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের প্রত্যন্ত গ্রাম মিরাটে রাণীনগর প্রসপ্যারিটি...
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ নানামুখী জীবনসংগ্রামে হাওরের মানু...
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ১০০ শর্য্যা বিশিষ্ট জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপা...
নওগাঁ প্রতিনিধি: এবার ইদুল আজাহার দীর্ঘ ছুটিতে বন্ধ ছিলো নওগাঁর রাণীনগর উপজেল...
পাবনা প্রতিনিধিঃ নির্বাহী আদেশে নিয়োগ বিধি সংশোধন করে শিক্ষাগত যোগ্যতা স্নাত...
মন্তব্য (০)