• স্বাস্থ্য

কালীগঞ্জে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের ২ ঘন্টা কর্মবিরতি

  • স্বাস্থ্য

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃমাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবায় নিয়োজিত কর্মীদের পেশাগত মর্যাদা, নিয়োগবিধি সংস্কার এবং বেতন বৈষম্য নিরসনের দাবিতে গাজীপুরের কালীগঞ্জে স্বাস্থ্য সহকারীরা মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করেছেন।

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কালীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচি পালিত হয়।

স্বাস্থ্য সহকারীদের মূল দাবি হলো নিয়োগবিধি সংশোধন করে স্নাতক (বিজ্ঞান) ডিগ্রিধারীদের উপযুক্ত মর্যাদা দিয়ে ১৪তম গ্রেড নির্ধারণ, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ এবং টেকনিক্যাল পদমর্যাদা প্রদান।পাশাপাশি, পদোন্নতিতে ধারাবাহিক গ্রেড উন্নয়ন এবং স্বাস্থ্যখাতের আন্তর্জাতিক সাফল্যে ভূমিকা রাখা সত্তে¡ও দীর্ঘদিন ধরে চলা বেতন বৈষম্য দূর করার আহ্বান জানান তারা।

সংগঠনের কালীগঞ্জ শাখার সভাপতি খাইরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফয়সাল পাঠানের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সমন্বয়ক সোহাগ চন্দ্র রনি, উপদেষ্টা বাকির হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী মোজাম্মেল হক ও সহ-সাধারণ সম্পাদক সুমন চন্দ্র বিশ্বাস।

বক্তারা জানান, “মানবজন্মের পর থেকে প্রতিষেধক টিকা কার্যক্রম স্বাস্থ্য সহকারীরাই পরিচালনা করে থাকেন।এই গুরুত্বপূর্ণ দায়িত্ব যথার্থভাবে পালনের পরও আমরা এখনও টেকনিক্যাল পদমর্যাদা থেকে বঞ্চিত।এটি শুধু অবমাননাকর নয়, এটি আমাদের পেশাগত ভবিষ্যতের জন্য হুমকিস্বরূপ।”

 

তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে বারবার আবেদন ও স্মারকলিপি প্রদান সত্তে¡ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শুধু আশ্বাস দিয়ে যাচ্ছে। এবার যদি দাবিসমূহ বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হয় তবে তারা আগামী ১ সেপ্টেম্বর থেকে ইপিআইসহ সকল কার্যক্রম বন্ধের আলটিমেটাম দেন।

 

বক্তারা আশা প্রকাশ করেন, অন্তর্র্বতীকালীন সরকার ২৬ হাজার স্বাস্থ্য সহকারীর বৈষম্য দূর করে ন্যায্য অধিকার নিশ্চিত করবে। দেশের স্বাস্থ্যখাতে টিকাদান কার্যক্রমের নিরবচ্ছিন্ন অগ্রগতির জন্য তারা সময়োপযোগী পদক্ষেপ চান।

 

কর্মসূচিতে হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কালীগঞ্জ উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

রাণীনগরে আরপিএ’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের প্রত্যন্ত গ্রাম মিরাটে রাণীনগর প্রসপ্যারিটি...

image

কিশোরগঞ্জ মিঠামইন হাওরে সেনাবাহিনীর  উদ্যোগে ফ্রি মেডিকেল...

 কিশোরগঞ্জ প্রতিনিধিঃ নানামুখী জীবনসংগ্রামে  হাওরের  মানু...

image

দিনাজপুরে জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে সীমিত ফিতে ১২ ধর...

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ১০০ শর্য্যা বিশিষ্ট জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপা...

image

ফরিদপুরে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়নে...

ফরিদপুর প্রতিনিধিঃ স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন পূর্বক স্নাতক(ব...

image

ইদের ছুটিতে বন্ধ ছিলো রাণীনগরের চারটি মডেল ইউনিয়ন স্বাস্থ...

নওগাঁ প্রতিনিধি: এবার ইদুল আজাহার দীর্ঘ ছুটিতে বন্ধ ছিলো নওগাঁর রাণীনগর উপজেল...

  • company_logo