• উদ্যোক্তা খবর

কালীগঞ্জে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ

  • উদ্যোক্তা খবর

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে ২০২৪-২৫ অর্থবছরের মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের (১ম সংশোধিত) আওতায় দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রোববার (১ জুন) স্থানীয় কৃষি কেন্দ্রে সকাল থেকে শুরু হওয়া প্রশিক্ষণ সোমবার (২ জুন) দুপুরে শেষ হয়।  

সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপরিচালক ড. মোছা. ফরিদা পারভীন।

গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক অতিরিক্ত উপ-পরিচালক মো. আব্দুল মতিন বিশ্বাসের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক রাসেল আহমেদ, কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম, প্রকল্পের মনিটরিং অফিসার মো. মাহামুদুল হাসান মুসা,, কৃষি সম্প্রসারণ অফিসার উম্মে রোমান চৌধুরী, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মো. হাসান আলী সহ কৃষি অফিসের উপ সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ। 

প্রশিক্ষণে ৬০ জন কৃষক অংশগ্রহণ করে। এতে অংশগ্রহণকারী কৃষকদের আধুনিক প্রযুক্তি ও উন্নত জাতের মসলার উৎপাদন সম্পর্কে হাতে-কলমে ধারণা দেওয়া হয়। বিশেষত, এলাচ, দারুচিনি, গোলমরিচ, আদা, হলুদ ও মরিচ চাষে কীভাবে উচ্চ ফলনশীল জাত ও সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন বাড়ানো যায় সে বিষয়গুলো তুলে ধরা হয়।

প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে কৃষকদের জ্ঞান এবং দক্ষতা বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন অতিথিবৃন্দ। তারা বলেন, মসলার উৎপাদন বাড়লে শুধু কৃষকই লাভবান হবেন না, দেশের অর্থনীতিও শক্তিশালী হবে।”

আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে সচেতন করা এবং মাঠপর্যায়ে বাস্তবায়ন নিশ্চিত করাই প্রশিক্ষণ আয়োজনের মূল উদ্দেশ্য।

মন্তব্য (০)





image

কালীগঞ্জে নারী উদ্যোক্তাদের পণ্য বিক্রয় ও প্রদর্শনী কেন্দ...

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের অর্থন...

image

নতুন প্রজন্মের জন্য সবুজ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকারে কালীগঞ্জে...

গাজীপুর প্রতিনিধি: বিএনপি'র কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে সবুজ পৃথিবী গ...

image

কালীগঞ্জে শেষ হলো কৃষকদের ২ দিনব্যাপী পুষ্টি বাগান প্রশিক্ষণ

গাজীপুর প্রতিনিধি​​​​​​ঃ গাজীপুরের কালীগঞ্জে ২০২৪-...

image

কালীগঞ্জে কৃষকদের জিএপি সার্টিফিকেশন প্রশিক্ষণ

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ...

image

জামালপুরের ইসলামপুরে পুষ্টি মেলা অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ...

  • company_logo