
ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধিঃ গ্রেপ্তার এড়াতে দিনাজপুর শহরে বোনের বাড়ীতে আত্বগোপন করেছিলেন গাইবান্ধা সদর ২ আসনের সাবেক এমপি শাহ সারোয়ার কবীর। কিন্তু শেষ রক্ষা হয়নি তার। আজ ১৫ এপ্রিল মঙ্গলবার রাতে পুলিশের খাচায় বন্ধী হতে হয়েছে তাকে। গ্রেপ্তার দেখানো হয়েছে জুলাই শিক্ষার্থী আন্দোলনে গাইবান্ধায় সংঘটিত ২টি সহিংস মামলায়।
তার বোন আফরোজা পারভীন কবীর সরকারি কলেজের শিক্ষিকা। ভগ্নপতি অধ্যাপক আলতাফ হোসেন ফুলবাড়ী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ।
অতিরিক্ত পুলিশ (ক্রাইম এন্ড অপস্ মিডিয়া ফোকাল পয়েন্ট) আনোয়ার হোসেন জানান, গাইবান্ধা সদর ২ আসনের সাবেক এমপি আওয়ামী লীগ নেতা শাহ সারোয়ার কবীরকে দিনাজপুর শহরের ঈদগা আবাসিক এলাকায় বসবাসকারি তার বোন আফরোজা পারভীন কবীরের বাড়ীতে আত্বগোপনে ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে
আজ মঙ্গলবার রাতে নিজে অভিযান চালিয়ে তাকে আটক করেছেন পুলিশ সুপার মারুফাত হুসাইন। পরে তাকে ডিবি কার্যালয় থেকে কোতয়ালী থানায় তুলে দেওয়া হয়। এব্যাপারে ১৬ এপ্রিল বুধবার সকালে প্রেস ব্রিফিং দেবেন পৃলিশ সুপার।
জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা সদর ২ আসনে সতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক মার্কা প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করে মহাজোট এবং দলীয় প্রার্থীকে পরাজিত করে ৬৪ হাজার ১৯০ ভোট পেয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন শাহ সারোয়ার কবীর। তিনি আওয়ামী লীগের গাইবান্ধা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক। এছাড়াও এমপি পদে নির্বাচন করতে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছিলেন।
জুলাই বিপ্লবে দলীয় সরকারের পতনের সাথে সাথে এমপি পদ হারাতে হয়েছে তাকে। পাশাপাশি শিক্ষার্থীদের আন্দোলন দমনে গাইবান্ধায় সংঘটিত সহিংসতায় জড়িত থাকায় তার বিরুদ্ধে একাধিক মামলা দ্বায়ের হয়েছে।
কোতোয়ালী থানার ইনচার্জ মতিউর রহমান জানান, সাবেক এমপি শাহ সারোয়ার কবীরকে দুইটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার তাকে আদালতে তোলা হবে।
লালমনিরহাট প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখার উদ...
নিউজ ডেস্কঃ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমি প্রফেসর ইউনূসকে...
নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, &l...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা বিএনপির সদস্য ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ ...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে জেলা ও বিভিন্ন উপজেলা জাতীয় পার্টির বি...
মন্তব্য (০)