ফাইল ছবি
নিউজ ডেস্কঃ নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, নির্বাচন সংশ্লিষ্ট কেউ যদি ব্যক্তিগত ইচ্ছা-অনিচ্ছা এবং পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠতে না পেরে পক্ষপাতিত্ব প্রদর্শন করেন, তবে তার ব্যাপারে নির্বাচন কমিশন ভয়ানক কঠিন হবে।
শুক্রবার বরগুনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে অনুষ্ঠিত সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সম্পর্কে তিনি এসব কথা বলেন।
ইসি সানাউল্লাহ বলেন, ‘দেশে গুজব এখন শিল্পের পর্যায়ে চলে গেছে।’ দু-চারজন লোকের জন্য যাতে বাজে কোনো ঘটনা না ঘটে, সেজন্য সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। কোনো ঘটনা ঘটলে গুজব রোধে তাৎক্ষণিক সঠিক তথ্য গণমাধ্যমকে জানানোর জন্যও নির্দেশনা দেন এই নির্বাচন কমিশনার।
ভোটের আগের দিন সন্ধ্যায় কেন্দ্রে কেন্দ্রে ব্যালটসহ নির্বাচনী সরঞ্জাম পৌঁছে যাবে বলে জানান ইসি সানাউল্লাহ। এছাড়া নির্বাচন সামগ্রী নিয়ে ভোটকেন্দ্রে পৌঁছানোর পর স্থানীয়দের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা বা আতিথেয়তা না নেয়ার নির্দেশ দেন তিনি।
নিউজ ডেস্ক : বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে সব ধ...
নিউজ ডেস্ক : নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব....
নিউজ ডেস্কঃ নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অবসর...
নিউজ ডেস্কঃ বাংলাদেশের বহু মানুষ যাকাত দেন না, এতে করে তাদের...
নিউজ ডেস্কঃ নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) দুবাইভিত্ত...

মন্তব্য (০)