ছবিঃ সিএনআই
কূটনৈতিক প্রতিবেদকঃ ক্রীড়া কূটনীতির অনন্য উদযাপনে কূটনৈতিক মিশন ও আন্তর্জাতিক সংস্থাগুলোর অংশগ্রহণে উদ্দীপনা প্রতিযোগিতামূলক মনোভাব ও ঐক্যের বার্তা নিয়ে সফলভাবে শেষ হয়েছে এম্বাসি ফুটবল ফেস্ট ২০২৫ এর প্রথম দিন।
২৪ টি দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থার অংশগ্রহণে দুইটি মাঠে একযোগে গ্রুপ পর্বের ম্যাচ অনুষ্ঠিত হয়। যা টুর্নামেন্টের উদ্বোধনী দিনকে করে তুলে প্রাণবন্ত।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে উত্তরার এপিবিএন মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের (পূর্ব ও পশ্চিম) সচিব ড. মোঃ নজরুল ইসলাম। এসময় ইতালি ফিলিপাইন ও পাকিস্তানের রাষ্ট্রদূত এবং ফিলিস্তিনের উপ হাইকমিশনাররা যৌথভাবে ট্রফি উন্মোচন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী এবং অংশগ্রহণকারী সকল দলের প্রতিনিধিরা।
ষষ্ঠ এম্বাসি ফুটবল ফেস্ট এর ভেনু পাটনার এপিবিএন। স্বাগত বক্তব্যে এপিবিএন এর অতিরিক্ত মহাপরিদর্শক মোঃ ফকির আলী বলেন, আমাদের মাঠে বিভিন্ন দেশের দূতাবাসের অংশগ্রহণে এই আয়োজন করতে পারা আমাদের জন্য গর্বের। খেলাধুলার মাধ্যমে বন্ধুত্ব ছড়িয়ে দেওয়াই এই উৎসবের মূল লক্ষ্য।
এ সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ফাহাদ করিম এই উদ্যোগকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে স্বাগত জানান।
এম্বাসি ফুটবল ফেস্ট ২০২৫ এর আয়োজক পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ষষ্ঠবারের মতো ইভেন্টের সার্বিক তত্ত্বাবধান করছেন গেমপ্লে লিমিটেড।
টুর্নামেন্টের টাইটেল স্পন্সর সৌদিয়া এয়ারলাইন্স সৌদিয়া এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার মিস্টার সালমান এ আলালি ঘোষণা দেন, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় পাবেন একটি ঢাকা সৌদি আরব ঢাকা বিমান টিকিট।
আটটি গ্রুপে বিভক্ত ২৪টি দল উদ্বোধনী দিনেই তাদের গ্রুপ পর্বের সকল ম্যাচ সম্পন্ন করে। টুর্নামেন্টের উদ্বোধনী পর্বের ম্যাচ ছিল বাংলাদেশ বনাম আইওএম। আর শেষ ম্যাচটি অনুষ্ঠিত হয় মালয়েশিয়া বনাম আলজেরিয়ার মধ্যে।
গ্রুপ পর্ব শেষে ১৬ টি দল নক আউট পর্বে উত্তীর্ণ হয়েছে। রাউন্ড অফ সিক্সটিন কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল, ফাইনাল ম্যাচের মাধ্যমে আগামী শনিবার ২৪ জানুয়ারি নির্ধারিত হবে।
নিউজ ডেস্কঃ নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে বাংলাদেশে কর্মরত কূটন...
নিউজ ডেস্ক : পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন নিয়মভিত্তিক আন্তর্জাতিক ...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ ...
কূটনৈতিক প্রতিবেদক : বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ...
নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিকভাবে লাভজনক বাণিজ...

মন্তব্য (০)