ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (২৯ ডিসেম্বর) রাত ১০টার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তিনি।
এর আগে আজ সকাল, বিকালে এবং রাতে হাসপাতালে গিয়েছিলেন খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্রবধূ ডা. জোবাইদা রহমান। এছাড়া আজ হাসপাতালে এসেছেন খালেদা জিয়ার বড়বোন সেলিনা ইসলাম, ছোটভাই শামিম ইস্কান্দার, তারেক রহমানের মেয়ে জাইমা রহমান, আরাফাত রহমান কোকোর মেয়ে জাহিয়া রহমান।
দীর্ঘ ১৭ বছর পর ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফিরেই রাজধানীর পূর্বাচলের ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’ (৩০০ ফিট সড়ক) সংলগ্ন গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখান থেকে তিনি বিকাল পৌনে ৫টার দিকে তার মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান।
প্রসঙ্গত, গত ২৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নিয়ে চিকিৎসা দেওয়া হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ন গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা দিচ্ছে।
নিউজ ডেস্ক : দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড...
ফেনী প্রতিনিধিঃ বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবে...
নিউজ ডেস্কঃ সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী ...
নিউজ ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্...
নিউজ ডেস্কঃ বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খ...

মন্তব্য (০)