• লিড নিউজ
  • জাতীয়

‎সিইসির বক্তব্য নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: ইসি

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের বক্তব্যের একটি অংশকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ব্যাখ্যা প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

‎কমিশনের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকালে অনুষ্ঠিত জেন ভোট ফেস্টিভ্যালে সিইসি’র বক্তব্যের একটি অংশকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ব্যাখ্যা প্রচারের বিষয়টি ইসি’র দৃষ্টিগোচর হয়েছে।

‎এতে আরও বলা হয়, শরীফ ওসমান হাদির ওপর সংঘটিত সন্ত্রাসী হামলার ঘটনাকে প্রধান নির্বাচন কমিশনার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনায় নিয়েছেন। ঘটনার পরপরই ১৪ ডিসেম্বর বিকেল ৪টায় আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণে নির্বাচন কমিশন জরুরি সভার আয়োজন করে।

‎সভায় দ্রুততম সময়ের মধ্যে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেন সিইসি নাসির উদ্দিন।

‎পাশাপাশি, হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় কমিশন গভীর উদ্বেগ প্রকাশ করে এবং ভবিষ্যতে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে সব ধরনের প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

‎ইসি আরও জানায়, প্রধান নির্বাচন কমিশনার তার বক্তব্যে মূলত এ কথাই তুলে ধরেছেন যে, ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার মত কোনো ঘটনা আসন্ন জাতীয় নির্বাচনকে কোনভাবেই বাধাগ্রস্ত করতে পারবে না। নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ এবং এ লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

‎সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাচন কমিশন ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করছে এবং তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।

‎কমিশনের মতে, এ ব্যাখ্যামূলক বক্তব্যের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য নিয়ে সৃষ্ট সব ধরনের ভুল বোঝাবুঝির অবসান ঘটবে।

মন্তব্য (০)





image

হাদিকে হত্যাচেষ্টা সেই মোটরসাইকেলের মালিকানা নিয়ে নতুন তথ...

নিউজ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ...

image

জমির খতিয়ানে ভুল হলে আইনগত প্রতিকার কী?

নিউজ ডেস্ক : জমির খতিয়ানে ভুল পাওয়া আজকাল বেশ সাধারণ। কখনো নামের বানানে...

image

খালেদা জিয়া ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবিচ্ছেদ্য অংশ...

নিউজ ডেস্ক : হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেশের ...

image

ফ্যাসিস্ট টেরোরিস্টদের সব অপচেষ্টা ব্যর্থ করে দেওয়া হবে: ...

নিউজ ডেস্ক : ভয় দেখিয়ে, সন্ত্রাস ঘটিয়ে বা রক্ত ঝরিয়ে এই দেশের গণতান্ত্রি...

image

আমাদের তরুণদের রক্ষা করুন তাহলে সবাই রক্ষা পাব: প্রধান উপ...

নিউজ ডেস্ক : দেশের তরুণদের রক্ষা করতে দেশবাসীর প্রতি আহ্বান ...

  • company_logo