ছবিঃ সিএনআই
নীলফামারী প্রতিনিধি: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, চীনারা যেহেতু এগ্রি করেছে সেহেতু এখানেই (নীলফামারীতে) এক হাজার শয্যার হাসপাতাল হচ্ছে এই জেলায়। চলতি মাসের মধ্যেই ডিপিপি জমা দেয়ার চেষ্টা করছেন প্রকল্প পরিচালক।
রবিবার (৭ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার দারোয়ানীতে চীন সরকারের উপহার হিসেবে এক হাজার শয্যার হাসপাতাল স্থাপনের জায়গা পরিদর্শণ শেষে একথা বলেন তিনি।
উপদেষ্টা বলেছেন, হুট করে একদিনেই হয়নি, অনেকদিনের নিগোশিয়েশন ছিলো এটি।
জায়গা সিলেকশন চমৎকার মন্তব্য করে তিনি বলেন, যেকোন প্রকল্প গ্রহণ করতে হলে জমি অধিগ্রহণ করতে হয় কিন্তু এখানে অধিগ্রহণ করতে হয়নি। সরকারের খাস জমিতে হাসপাতালটি হচ্ছে। চীনের সুত্রের বরাত দিয়ে উপদেষ্টা বলেন, তিন বছরের মধ্যে হাসপাতালটি নির্মাণ কাজ শেষ হবে। অনেকখানি এগিয়েছে, দ্রুত কাজ শুরু করবে চীনারা।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সাকিউজ্জামান প্রমুখ।
নিউজ ডেস্কঃ বাতাসের মানে অবনতি হওয়ায় রাজধানী ঢাকার বায়ু...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর...
নিউজ ডেস্কঃ দেশের খাদ্যপণ্যে দূষণ ও ক্ষতিকর রাসায়নিক প...
নিউজ ডেস্কঃ কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহ...
নিউজ ডেস্কঃ আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তু...

মন্তব্য (০)