• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইসরায়েল পুরোপুরি গাজা থেকে না সরলে প্রকৃত যুদ্ধবিরতি সম্ভব নয়: কাতারের প্রধানমন্ত্রী

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ গাজায় বিদ্যমান পরিস্থিতিকে এখনো যুদ্ধবিরতি বলা যায় না বলে মন্তব্য করেছেন কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি। দাবি, ইসরায়েল পুরোপুরি গাজা উপত্যকা থেকে না সরলে 'প্রকৃত যুদ্ধবিরতি' সম্ভব নয়। রোববার (৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়।

‎শনিবার (৬ ডিসেম্বর) দোহা ফোরামের এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন। একই অনুষ্ঠানে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ বাস্তবায়ন নিয়ে আঙ্কারার অবস্থান তুলে ধরেন।

‎আল থানি বলেন, ‘আমরা এক সংকটময় পর্যায়ে আছি।’এটি কেবল একটি লোক দেখানো যুদ্ধবিরতি মাত্র। এটিকে এখনো যুদ্ধবিরতি বলা যায় না। যুদ্ধবিরতি তখনই সম্পন্ন হবে, যখন ইসরায়েল পুরোপুরি গাজা থেকে সরে যাবে। কেবলমাত্র তখনই পরিস্থিতি স্থিতিশীল হবে এবং মানুষ অবাধে যাতায়াত করতে পারবে—যা এখনো হয়নি।’

‎গত ১০ অক্টোবর, যুদ্ধবিরতি শুরু হলে ইসরায়েল নতুনভাবে আঁকা ‘ইয়েলো লাইন’ পর্যন্ত সেনা পিছিয়ে নেয়, যা গাজাকে পূর্ব–পশ্চিম দুইভাগে বিভক্ত করে। এছাড়াও নির্ধারিত সময়েও রাফাহ সীমান্ত খুলে দেয়নি ইসরায়েলি সেনারা। আইডিএফ-এর দাবি, গাজায় থাকা নিহত ইসরায়েলিদের সব লাশ হামাসকে ফিরিয়ে দিতে হবে।

‎সপ্তাহের শুরুতে ইসরায়েল জানায়, তারা রাফাহ একমুখীভাবে খুলতে রাজি—যাতে কেবল ফিলিস্তিনিরা কেবল গাজা ছাড়তে সক্ষম হবে। কিন্তু মিসর ইসরায়েলের এমন খামখেয়ালি দাবি প্রত্যাখ্যান করে জানায়, ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ডে ফেরার অধিকার রয়েছে।

‎তবে কাতারের প্রধানমন্ত্রী আল থানি বলেন, কাতার, তুরস্ক, মিসর ও যুক্তরাষ্ট্র ‘পরবর্তী ধাপ এগিয়ে নিতে’ একসঙ্গে কাজ করছে। এদিকে, যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা টাইমস অব ইসরায়েলকে জানান, দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয় ধাপ ঘোষণা হতে পারে।

মন্তব্য (০)





image

গ্রিসের উপকূলে নৌকাডুবে নিহত ১৮

নিউজ ডেস্ক : ভূমধ্যসাগরের তীরবর্তী দেশ গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ক্রিস...

image

ট্রাম্পকে কেন দেওয়া হলো ফিফা ‘শান্তি পুরস্কার’?

নিউজ ডেস্ক : ফুটবলের ‘একত্রীকরণ শক্তি’ তুলে ধরার কথা বলে ফিফ...

image

সুদানে কিন্ডারগার্টেনে আরএসএফের হামলায়, ৪৬ শিশুসহ নিহত ১১৪

আন্তর্জাতিক ডেস্ক: সুদানে একটি কিন্ডারগার্টেনসহ একাধিক স্থান...

image

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত দক্ষিণ-পূর্ব এশিয়া, নিহত ছাড়াল ১৮০০

আন্তর্জাতিক ডেস্ক: প্রবল বন্যা ও ভূমিধসের কারণে দক্ষিণ-পূর্ব...

image

‎ভারতে নাইটক্লাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, পর্যটকসহ নিহত ২৩

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর গোয়ার আরপোরা এলাক...

  • company_logo