• চাকরি খবর

প্রাথমিকের সহকারী শিক্ষক পদে আবেদন শেষ আজ

  • চাকরি খবর

ছবিঃ সংগৃহীত

চাকরি ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় সোয়া ১০ হাজার সহকারী শিক্ষক নিয়োগে প্রথম ধাপে ছয় বিভাগের আবেদন চলছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর পর্যন্ত ছয় লাখ চাকরিপ্রার্থী এতে আবেদন করেছেন।

এদিকে অনলাইনে সহকারী শিক্ষক পদে আবেদনের সময়সীমা শুক্রবার (২১ নভেম্বর) শেষ হতে যাচ্ছে। সময়সীমা আর বাড়ানো হবে না বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, ছয়টি বিভাগ যথাক্রমে খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের প্রাথমিক বিদ্যালয়ে শূন্য থাকা ১০ হাজার ২১৯টি পদে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এসব শূন্য পদের বিপরীতে গত ৮ নভেম্বর থেকে অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত এসব পদে সফলভাবে আবেদন ও ফি জমা দিয়েছেন প্রায় ৫ লাখ ৭৬ হাজার প্রার্থী। শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চাকরিপ্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। 

এরপর পরবর্তী ৭২ ঘণ্টা পর্যন্ত তাদের ফি পরিশোধের সময় থাকবে। 

আবেদনের আরো কিছুটা সময় থাকায় এবং অনেকে ফি জমা দেওয়ার অপেক্ষায় থাকায় আবেদনকারীর এ সংখ্যা আরো এক লাখ বাড়তে পারে বলে মনে করছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা এসএম মাহবুব আলম বলেন, আবেদন করে ফি জমা দিয়েছেন ৫ লাখ ৭৬ হাজারের মতো প্রার্থী। অনেকে এমন আছেন, যারা আবেদন করেছেন কিন্তু এখনো ফি জমা দেননি। সে ক্ষেত্রে ধারণা করা হচ্ছে আরো প্রায় এক লাখ আবেদন বাড়তে পারে। সে ক্ষেত্রে মোট আবেদন পৌনে ৭ লাখ অথবা সাড়ে ৭ লাখ হতে পারে।

 

মন্তব্য (০)





  • company_logo