ছবিঃ সিএনআই
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের নটর ডেম কলেজে দীর্ঘদিন ধরে শিক্ষকতা করা ৭ জন শিক্ষক
মোঃ মোস্তাফিজার রহমান রানা প্রভাষক রসায়ন বিভাগ,জহিরুল ইসলাম প্রভাষক ফিন্যান্স,ব্যাংকিং ও বিমা বিভাগ,মোঃ মাহমুদুল হাসান মামুন প্রভাষক ইংরেজি বিভাগ,মাহমুদ হাসান প্রভাষক জীব বিজ্ঞান বিভাগ, সাইফুল ইসলাম প্রভাষক পদার্থ বিজ্ঞান বিভাগ,মোঃ নুরুল হুদা মন্টি প্রভাষক বাংলা বিভাগ ও মোঃ রুকনুজ্জামান প্রভাষক জীব বিজ্ঞান বিভাগ, সম্প্রতি অবিশ্বাস্য ও হৃদয়বিদারক পরিস্থিতির শিকার হয়েছেন। প্রায় ১১ বছরেরও বেশি সময় ধরে সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে শিক্ষার্থীদের সেবা করে আসা এসব শিক্ষক অভিযোগ করছেন—কলেজ প্রশাসনের অনিয়ম, দুর্নীতি, কর্তৃত্বের অপব্যবহার, ভয়ভীতি প্রদর্শন এবং মিথ্যা অপবাদে তাঁদের অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে।
শিক্ষকদের অভিযোগ, প্রশাসনের কিছু অসাধু ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদ করায় তাঁদের লক্ষ্যবস্তু বানানো হয়। পরবর্তীতে চাঁদাবাজি, অনৈতিক সম্পর্ক, মিথ্যা অপবাদ, হেয়প্রতিপন্ন করার চেষ্টা, এমনকি হত্যার উদ্দেশ্যে ষড়যন্ত্র–এমন চরম গুরুতর মিথ্যা অভিযোগও তোলা হয় তাঁদের বিরুদ্ধে।
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় কলেজ কর্তৃপক্ষ তাঁদের ওপর আরও চাপ সৃষ্টি করে বলে অভিযোগ ওঠে। ভুক্তভোগী শিক্ষকরা এই ঘটনাকে তাঁদের জীবনের সবচেয়ে লজ্জাজনক ও মর্মভেদী অভিজ্ঞতা বলে অভিহিত করেছেন।
এই অন্যায় ও অপমানের প্রতিবাদে আজ ১৮ নভেম্বর ২০২৫, ময়মনসিংহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন ওই ৭ জন শিক্ষক। সেখানে তাঁরা কলেজ প্রশাসনের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, ধর্ম অবমাননা ও স্বেচ্ছাচারিতার নানা তথ্য উপস্থাপন করেন এবং ন্যায়বিচার প্রার্থনা করেন।
তাঁরা বলেন, “আমরা বহু বছর ধরে জীবনের মূল্যবান সময়, সততা ও মননশীলতা দিয়ে ছাত্র-ছাত্রীদের মানুষ করতে চেষ্টা করেছি। অথচ বিনিময়ে পেয়েছি অপমান, অপবাদ আর অমানবিক আচরণ। আমরা আমাদের মর্যাদা ও ন্যায়বিচারের জন্য লড়াই চালিয়ে যাব। ২৪ ঘন্টার মধ্যে সুবিচার নাপেলে আগামিকাল থেকে কলেজগেটে আমরন অনশন করবো।
স্থানীয় শিক্ষক ও অভিভাবকদের মধ্যে এ ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তাঁরা স্বচ্ছ তদন্ত ও ভুক্তভোগীদের জন্য ন্যায়বিচার দাবি করেছেন।
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জে সুষম খাদ্য গ্রহণ...
ফরিদপুর প্রতিনিধি : গত বছরের ৫ আগস্টে গনঅভ্যূত্থানে ক্ষমতাচ্...
বগুড়া প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের পীরহ...
বগুড়া প্রতিনিধি : বিরোধী দলের ওপর দীর্ঘ বছর ধরে জুলুম, ...

মন্তব্য (০)