ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : বিরাট কোহলি, রোহিত শার্মাদের অবসরের পর টেস্ট ক্রিকেটে পালাবদলের মধ্যে দিয়ে যাচ্ছে ভারতীয় দল। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইডেন গার্ডেন্সে লজ্জাজনক হার মানতে পারছেন না দেশটির সাবেক টপ অর্ডার ব্যাটসম্যান চেতেশ্বর পুজারা।
দক্ষিণ আফ্রিকার জন্য প্রথম টেস্টে স্পিন মঞ্চের ফাঁদ পেতেছিল ভারত। কিন্তু উল্টো সেই ফাঁদে নিজেরাই পড়ে ৩০ রানে হেরে যায় তারা। ১২৪ রানের লক্ষ্য তাড়ায় স্রেফ ৯৩ রান করতে পারে স্বাগতিকরা।
পুজারা বলেন, দলের পালাবদলের কারণে ঘরের মাঠে হারছে ভারত, এটা আমি মানতে পারছি না। আমি এটা হজম করতে পারছি না। পালাবদলের কারণে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ায় হারলে সেটা গ্রহণযোগ্য হতে পারে। কিন্তু এই দলের প্রতিভা এবং সম্ভাবনা রয়েছে। সব খেলোয়াড়ের প্রথম শ্রেণির রেকর্ড দেখুন-ইয়াশাসভি জয়সওয়াল, লোকেশ রাহুল, শুবমান গিল...ওয়াশি (ওয়াশিংটন সুন্দার) এই ম্যাচে তিন নম্বরে ব্যাট করেছে-তাদের সবার রেকর্ডই খুবই ভালো। তবুও আপনি যদি ঘরের মাঠে হেরে যান, তার মানে কোনো সমস্যা আছে।
সাবেক এই তারকা বলেন, এই ম্যাচটাই যদি ভালো উইকেটে খেলা হতো, তাহলে (ভারতের) জয়ের সম্ভাবনা অনেক বেশি ছিল। টেস্ট ক্রিকেটকে আপনি কীভাবে সংজ্ঞায়িত করেন? কেমন উইকেটে আপনার জয়ের সম্ভাবনা বেশি? এমন উইকেটে সম্ভাবনা কমে যায় এবং প্রতিপক্ষ আপনার সমান থাকে। ভারতে এত প্রতিভা আছে, এমনকি ভারত ‘এ’ দলও দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারে। তাই আপনি যদি বলেন, এই পরাজয় পালাবদলের কারণে, তাহলে এটা গ্রহণযোগ্য নয়।
পুজারা আরও বলেন, এমন উইকেটে খেললে কেবল ব্যাটসম্যানদের দোষ দিতে পারবেন না কারণ প্রথমত, যদি এই ধরণের উইকেটে খেলতে চান, তাহলে আপনার প্রস্তুতি আলাদা হতে হবে। গৌতি (গৌতাম গাম্ভির) ভাই বলেছেন, তারা এই ধরণের উইকেট চেয়েছিলেন, কিন্তু এখানে ব্যাট করা সহজ ছিল না। উভয় দলের পরিসংখ্যান দেখুন- কেবল একজন ব্যাটসম্যান ফিফটি করতে পেরেছেন, তাই এর মানে, এটা ভালো উইকেট ছিল না।
প্রথমটি হেরে দুই টেস্টের সিরিজে ১-০তে পিছিয়ে আছে ভারত। গুয়াহাটিতে আগামী শনিবার শুরু দ্বিতীয় ও শেষ ম্যাচ।
স্পোর্টস ডেস্ক : আবুধাবি টি-টেন লিগে রয়েল চ্যাম্পসের হয়ে খেলছেন সাকিব আল...
নিউজ ডেস্কঃ ৬ উইকেটে ১৭৬ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করেছ...
স্পোর্টস ডেস্ক : মিরপুর টেস্টে জয় থেকে মাত্র ৪ উইকেট দূরে বাংলাদেশ ক্রিক...
স্পোর্টস ডেস্ক : আগামী বছরের ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ ভারত ও শ্রীলংকার ...
স্পোর্টস ডেস্ক: ম্যাচের শুরুতে উজ্জ্বল ছিল থাইল্যান্ড, ...

মন্তব্য (০)