ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : চোখের নিচের কালো দাগ দূর করতে আলুর রসের বিকল্প নেই। অনেকেই এই ঘরোয়া উপায় ব্যবহার করেন। আলুর রস চুলের জন্যও ভালো।
মাথার ত্বকে পিএইচের সমতা রক্ষা করতে, নতুন চুল গজাতে এবং-রুক্ষ চুল কোমল করতেও সাহায্য করে আলুর রস। মাথার ত্বকে সেবাম ক্ষরণের পরিমাণ নিয়ন্ত্রণ করতেও আলুর রস যথেষ্ট উপকারী।
কীভাবে ব্যবহার করবেন
আলু টুকরো করে কেটে ব্লেন্ড করে নিন। পরিষ্কার কাপড়ে মিশ্রণটি ঢেলে রস ছেঁকে নিন। আঙুলের সাহায্য মাথার ত্বক এবং চুলে আলুর রস মেখে বিশ মিনিট রেখে ভালো করে ধুয়ে নিন। চাইলে কয়েক ফোঁটা নারকেল তেল মিশিয়ে নিতে পারেন।
আলুর রসের সঙ্গে ১টি ডিমের কুসুম, ১ চা চামচ মধু ভালো করে মিশিয়ে নিন। শ্যাম্পু করা চুলে তা ব্যবহার করুন। মাথার ত্বক থেকে চুলে মিশ্রণটি লাগিয়ে মিনিট পাঁচেক হালকা হাতে মালিশ করে নিন। ২০ মিনিট রেখে ধুয়ে নিন। তারপর মাইল্ড কোনো শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলুন। শুধু চুলকে কোমল করতে নয়, নতুন চুল গজাতেও এই মাস্ক সাহায্য করবে। এই মাস্ক ব্যবহারে নতুন চুল গজাবে।
আলুর রস চুলের ফলিকল মজবুত করতে সাহায্য করে। পেঁয়াজের রসও চুল ঝরা বন্ধ করে। ৫ চামচ আলুর রসের সঙ্গে সমপরিমাণ পেঁয়াজের রস মিশিয়ে নিন। মাথার ত্বকে মিশ্রণটি মেখে ফেলুন। তার পর হালকা হাতে মালিশ করুন। চাইলে আলু, পেঁয়াজের রসের সঙ্গে নারকেল তেল মিশিয়েও নিতে পারেন। এর ব্যবহারে চুল ঝরে পড়ার সমস্যা কমবে।
নিউজ ডেস্ক : ঘড়ি আমরা কমবেশি সবাই পছন্দ করি। একটা সময় ঘড়ি ছিল আমাদের আভি...
নিউজ ডেস্ক : ফল খাওয়ার সঠিক সময় নিয়ে মানুষের মধ্যে নানা মত রয়েছে। অনে...
নিউজ ডেস্ক : একজন শুক্রাণু দাতা নিজেই জানতেন না যে তার দেহে এমন একটি জিন...
নিউজ ডেস্ক : পাকা কলা খুব দ্রুতই নরম হয়ে যায়। একদিন পরেই এর খোসা কালো হ...
নিউজ ডেস্ক : ব্যয়বহুল স্কিনকেয়ার পণ্যের ভিড়ে অনেকেই এখনো ঘরোয়া উপাদানেই ...

মন্তব্য (০)