• খেলাধুলা

জেরার্ড পিকের ১৫০ কোটি মূল্যের বাড়ি কিনবেন ইয়ামাল

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : মাঠের ভেতর ও বাইরের নানা কারণে আলোচনায় আছেন লামিনে ইয়ামাল। স্প্যানিশ ওয়ান্ডার কিড এবার আলোচনায় বিলাসবহুল বাড়ি কিনতে চেয়ে। বার্সেলোনার তারকা ইয়ামাল কিনতে যাচ্ছেন সাবেক বার্সা তারকা জেরার্ড পিকের প্রায় ২০০ কোটি টাকা মূল্যের বাড়ি। খবর এল পাইসের।

বার্সেলোনার অভিজাত এলাকার ৩ হাজার ৮০০ স্কয়ার মিটারের বাড়িটি ২০১২ সালে নির্মাণ করা হয়। বিশ্বখ্যাত পপ তারকা শাকিরার সঙ্গে বিবাহবিচ্ছেদের আগে এই বাড়িটিতে থাকতেন জেরার্ড। ২০২২ সালে বিবাহবিচ্ছেদের পর এই বাড়িটি বিক্রি করার সিদ্ধান্ত নেন পিকে-শাকিরা দম্পতি। গত ৩ বছরে বাড়িটি কেনার মতো ধনী ক্রেতা পাওয়া যাচ্ছিল না।

প্রথমে তিনটি ভবন মিলিয়ে এই সম্পত্তির দাম ধরা হয়েছিল ১ কোটি ৪০ লাখ ইউরো (প্রায় ২০০ কোটি টাকা)। ২০২২ সালে বিক্রির জন্য বাজারে তোলা হয় বাড়িটি। পরে একটি ছোট ভবন বিক্রি হয়ে যাওয়ায় পুরো দাম থেকে ৩০ লাখ ইউরো অর্থাৎ ৪২ কোটি ৭২ লাখ টাকা কমানো হয়। ফলে বর্তমানে এর মূল্য দাঁড়িয়েছে ১ কোটি ১০ লাখ ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৫৬ কোটি ৬৭ লাখ টাকা।

ইয়ামাল এই দুটি বাড়িই কিনতে আগ্রহী বলে জানিয়েছে ‘এল পাইস’। প্রতিবেদনে তারা বলেছে, নিজের পছন্দ অনুযায়ী বাড়ি দুটিকে সাজিয়ে তুলতে ইয়ামাল অতিরিক্ত আরও কয়েক মিলিয়ন ইউরো খরচ করার পরিকল্পনা করেছেন।

বিলাসবহুল বাড়িটিতে আছে ৬টি বেডরুম, একটি ইনডোর ও একটি আউটডোর সুইমিং পুল, একটি টেনিস কোর্ট, একটি জিমনেসিয়াম ও একটি স্টুডিও। এই প্রাসাদতুল্য বাড়িতেই পিকে-শাকিরা তাদের সম্পর্কের সোনালী সময় কাটিয়েছেন।

 

মন্তব্য (০)





image

‎বিসিবি পরিচালক হলেন রুবাবা দৌলা

নিউজ ডেস্কঃ গুঞ্জনটা আগে থেকেই ছিল। করপোরেট ব্যক্তিত্ব ...

image

বিশ্বকাপ ফাইনালে ভারতের চ্যালেঞ্জিং স্কোর

স্পোর্টস ডেস্ক : নারী বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা। ভ...

image

সাঁতারে দেশসেরা বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের তিন শিক্ষার্থী

বগুড়া প্রতিনিধি: ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায়...

image

রাজনীতিতে নয়, স্পোর্টসকে এগিয়ে নিতে কাজ করে যাবো: বগুড়ায় ...

বগুড়া প্রতিনিধি : রাজনীতিতে নয় ক্রিকেটসহ সব ধরণের খেলাকে এগিয়ে নিতে কাজ করে যাওয়ার প্রত্...

image

বিপিএল ঘিরে সমালোচনা এড়াতে ধাপে ধাপে প্রস্তুতি নিচ্ছে বিসিবি

নিউজ ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে প্রতিব...

  • company_logo