• আন্তর্জাতিক

মিশরে ‘মর্মান্তিক দুর্ঘটনায়’ কাতারের ৩ কূটনীতিক নিহত

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ মিশরে এক মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় কাতারের শীর্ষ সরকারি সংস্থা আমিরি দিওয়ানের তিন কর্মী নিহত হয়েছেন। রোববার (১২ অক্টোবর) সামাজিকমাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছে মিশরে কাতার দূতাবাস।

‎দূতাবাস জানায়, মিশরের লোহিত সাগরের তীরবর্তী রিসোর্ট শহর শারম আল-শেখের কাছে দুর্ঘটনাটি ঘটে। এতে আরও দুইজন আহত হয়েছেন এবং তাদের শহরের হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।

‎রোববার এক বিবৃতিতে কূটনৈতিক মিশন জানিয়েছে, তিনজনই কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির প্রশাসনিক অফিস আমিরি দিওয়ানে কাজ করতেন।

‎দূতাবাস ঘটনাটিকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা হিসেবে বর্ণনা করেছে এবং জানিয়েছে যে কর্তব্য পালনের সময় তিনজন নিহত হয়েছেন। আহতদের এবং নিহতদের মৃতদেহ রোববার রাতে দোহায় ফিরিয়ে আনা হবে বলেও জানানো হয়।

‎এর আগে, দুটি নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানায়, কাতারি কূটনীতিকদের বহনকারী একটি গাড়ি শহর থেকে ৫০ কিলোমিটার (৩১ মাইল) দূরে একটি রাস্তার মোড়ে উল্টে যায়।

‎এই সপ্তাহের শুরুতে শারম আল-শেখে কাতার, তুরস্ক এবং মিশরের কর্মকর্তারা গাজা যুদ্ধবিরতি নিয়ে পরোক্ষ আলোচনায় অংশ নেয়ার কয়েকদিন পর এই দুর্ঘটনা ঘটল।

‎আলোচনার পর গাজায় যুদ্ধ শেষ করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার প্রথম পর্যায়ে ইসরাইল এবং হামাসের মধ্যে চুক্তি হয়।

‎ইসরাইল ও হামাসের মধ্যে হওয়া এই চুক্তিটি চূড়ান্ত করতে মিশরে সোমবার একটি বিশ্বব্যাপী শীর্ষ সম্মেলন হওয়ার কথা রয়েছে।

মন্তব্য (০)





image

‘যেন দোজখ থেকে বেহেশতে এলাম’

নিউজ ডেস্ক : অবরুদ্ধ গাজায় ‘প্রথম দফা’ যুদ্ধবিরতির বন্দিবিনি...

image

‘যুদ্ধবিরতি মানে দায়মুক্তি নয়’ গাজা গণহত্যায় ইসরাইলের বিচ...

নিউজ ডেস্ক : স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, হামাস ও ইসরাইলে...

image

হজযাত্রীদের জন্য যে ৪ টিকা বাধ্যতামূলক করল সৌদি আরব

নিউজ ডেস্ক : ২০২৬ সালের হজযাত্রী ও হজসংশ্লিষ্ট কর্মীদের জন্য চিকিৎসা নির...

image

মসজিদ-স্কুলের কাছে সিগারেটের দোকান নিষিদ্ধ করল সৌদি আরব

নিউজ ডেস্কঃ সৌদি আরবে মসজিদ ও বিদ্যালয়ের ৫০০ মিটারের মধ্যে স...

image

‎বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় পঞ্চম ঢাকা, শীর্ষে ল...

নিউজ ডেস্কঃ বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ পঞ্চম স্থ...

  • company_logo