• লাইফস্টাইল

সেরা ৫ প্রকারের মধু ও তাদের চমৎকার স্বাস্থ্যগুণ

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : মধু শুধু একটি মিষ্টি খাবার নয়—এটি প্রকৃতির অন্যতম প্রাচীন ও নির্ভরযোগ্য ওষুধও বটে। শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্বের নানা সভ্যতায় মধু তার চিকিৎসাগত, জীবাণুনাশক ও পুষ্টিগুণের জন্য ব্যবহৃত হয়ে আসছে।

বিশেষজ্ঞদের মতে, ফুল বা উদ্ভিদের ধরন অনুযায়ী মৌমাছিরা যে মধু সংগ্রহ করে, তার স্বাদ, রঙ ও ঘনত্বে ভিন্নতা দেখা যায়। হাজারো প্রজাতির মধু থাকলেও, পাঁচটি বিশেষ ধরনের মধু তাদের অনন্য গুণাবলির জন্য সবচেয়ে বেশি পরিচিত।

১. মানুকা হানি— প্রাকৃতিক নিরাময়ক 

নিউজিল্যান্ডের মানুকা গাছ থেকে উৎপন্ন এই মধুটি জীবাণুনাশক ও প্রদাহনাশক গুণে বিখ্যাত। এতে থাকা ‘মিথাইলগ্লাইঅক্সাল’ (MGO) উপাদান ক্ষত, পোড়া ও ত্বকের সংক্রমণ নিরাময়ে সহায়তা করে। এছাড়া এটি কাশি ও গলার প্রদাহ কমাতে কার্যকর। ত্বকের যত্নে ব্যবহৃত পণ্যেও মানুকা হানি জনপ্রিয়, কারণ এটি ত্বক শান্ত করে ও কোষ পুনর্গঠনে সাহায্য করে।

২. বাকহুইট হানি— রোগপ্রতিরোধের ঢাল 

গাঢ় রঙের ও তীব্র স্বাদের এই মধু অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, যা দেহের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এটি বিশেষভাবে গলা ব্যথা ও কাশি উপশমে কার্যকর। গবেষণায় দেখা গেছে, কিছু ওষুধের কফ সিরাপের মতোই এটি কাজ করতে পারে, ফলে ঋতুজনিত সর্দি-কাশিতে এটি প্রাকৃতিক বিকল্প হিসেবে ব্যবহৃত হয়।

৩. ইউক্যালিপটাস হানি— ঠান্ডা কাশির সহায়ক 

মেনথলের মতো স্বাদযুক্ত এই মধু নাক বন্ধভাব দূর করে ও শ্বাস-প্রশ্বাসে আরাম দেয়। এটি ঠান্ডা, ফ্লু ও শ্বাসযন্ত্রের সমস্যায় উপকার দেয় এবং রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। শীতকালে ইউক্যালিপটাস মধুর সতেজ ঘ্রাণ ও স্বাদ আরাম দেয় শরীর ও মনকে। 

৪. ক্লোভার (বারসিম) হানি— হৃদযন্ত্রের রক্ষাকবচ

হালকা রঙ ও মৃদু স্বাদের এই মধু সবচেয়ে প্রচলিত হলেও এর গুণাগুণ কম নয়। এটি রক্ত চলাচল উন্নত করে ও কোলেস্টেরল কমাতে সাহায্য করে, ফলে হৃদরোগের ঝুঁকি হ্রাস পায়। হজমে সহায়তা করে এবং রক্তে শর্করার মাত্রা না বাড়িয়ে প্রাকৃতিক শক্তি জোগায়। এর মৃদু স্বাদ চা, সিরিয়াল বা বেক করা খাবারের সঙ্গে দারুণ মানায়।

৫. ফলের মধু— কোমল ও সবদিক থেকে উপকারী 

বিভিন্ন ফলের ফুল থেকে সংগৃহীত এই মধু সুগন্ধি ও হালকা স্বাদের। এটি রক্তে শর্করার ভারসাম্য রক্ষা, হজমে সহায়তা ও ত্বকের স্বাস্থ্য রক্ষায় কার্যকর। এর প্রাকৃতিক প্রদাহনাশক গুণ শরীরের সার্বিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। হালকা, সুবাসিত ও পুষ্টিগুণে ভারসাম্যপূর্ণ বিকল্প খুঁজছেন তাদের জন্য ফলের মধু আদর্শ।

প্রকৃতির এই অনন্য উপহার শুধু স্বাদেই নয়, সুস্থতাতেও নিয়ে আসে মিষ্টি পরশ।

মন্তব্য (০)





image

ঘুম থেকে উঠে যে ৫ খাবার খেলেই বিপদ

নিউজ ডেস্ক : সকালে ঘুম থেকে উঠে শরীরকে সঠিকভাবে জাগিয়ে তোলা খুবই জরুরি। ...

image

লিভারের ক্ষতি রোধ হবে যে খাবারে, জানাল গবেষণা

নিউজ ডেস্ক : নতুন এক গবেষণায় জানা গেছে, আঁশসমৃদ্ধ খাদ্যাভ্যাস লিভারের এক...

image

ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, আরও যেসব উপকার করে লাউ

নিউজ ডেস্ক : ত্বক নিয়ে সারাক্ষণই আপনার দুশ্চিন্তা। আপনি জানেন কি, এমন অন...

image

বিশ্বের সবচেয়ে দামি খাবার হচ্ছে মাছের ডিম ক্যাভিয়ার

নিউজ ডেস্ক : এ মুহূর্তে দেশে ইলিশ মাছ ধরা নিষিদ্ধ। কারণ এ সময় মা ইলিশ মা...

image

ত্বক ও চুলের যত্নে মাছের তেলের যত উপকারিতা

নিউজ ডেস্ক : ফিশ অয়েল বা মাছের তেল আসে তেলযুক্ত মাছের টিস্যু থেকে। এতে থ...

  • company_logo